প্রকৌশলী পলাশের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

প্রকৌশলী পলাশের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

পোস্টকার্ড (সীতাকুন্ড) প্রতিনিধি।।

ক'দিন আগেও মিটার প্রতি বিদ্যুৎ বিল প্রদান করেছি ২-৩’শ টাকা, কিন্তু ইতিমধ্যে এক লাফে তা বৃদ্ধি পেয়েছে ৩-৪ গুন। এছাড়া মাঝে মাঝে বকেয়া বিল আদায়ের নামে ধরিয়ে দেয়া হচ্ছে ভুতুড়ে বিলের কপি’। এ ধরনের শত শত অভিযোগের উপর ভর করে চলছে বাড়বকুন্ড বিদ্যুৎ বিতরন বিভাগ। অথচ শত অভিযোগ থাকলেও সমস্যা হতে নিস্তার না পাওয়ায় অধিক বিলের ভারে সর্বশান্ত হচ্ছে গ্রাহকরা। তাই বিদ্যু বিভাগের ভূতুড়ে বিলের মামলার হয়রানি হতে বাঁচাতে সংবাদ সম্মেলন করে সরাসরি অভিযোগ তোলে ধরেছেন এক গ্রাহক।
গ্রাহকরা অভিযোগ করে বলেন,‘ বিদ্যুৎ বিল বিতরনকারীরা অবৈধ বিদ্যু ব্যবহারকারীদের সুযোগ দিয়ে অবৈধ পন্থায় অর্জিত অর্থকে হালাল করতে কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন সময় চাপিয়ে ভুতুড়ে বিল। মিটারের ধারে-কাছে না গিয়ে অদৃশ্য শক্তির বদৌলতে প্রদান করা হচ্ছে আধ্যাত্নিক বিল। আবার অতিরিক্ত বিল প্রদান প্রসঙ্গেঁ অফিসে অভিযোগ করলে বিল কমানোর মিটার পরিবর্তনের উপদেশ দেয় কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনকারী গ্রাহক বলেন,‘ মিটারে রিডিং রয়েছে এক রকম অথচ বিল করা হয়েছে আরেক রকম। বিদ্যুৎ বিভাগের নিকট রিডিং পাওনা থাকা সত্ত্বে চাপিয়ে দেয়া হয়েছে অধিক বিল কাগজ। এছাড়া যথা নিয়মে মিটার চলছে এবং বিলও পরিশোধ হচ্ছে, এরপরও মিটার নষ্ট দেখিয়ে বিগত ১৭ ইউনিটের জন্য প্রায় ৬৩ হাজার টাকা বকেয়া বিল দিয়ে মামলার হুমকি দিচ্ছে সহকারী ইঞ্জিনিয়ার।
আর এভাবে এক অফিসে দীর্ঘদিন ধরে চাকুরীর সুবাদে চালিয়ে যাচ্ছেন রমরমা ঘুষ বানিজ্য। আর উপজেলা জুড়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ফলে জাতীয় গ্রিডে বিদ্যু ঘাটতির সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যুৎতের ভেল্কিবাজী। অথচ দিনের পর দিন কর্মচারীদের অবৈধ কর্মকান্ডে গ্রাহক ভোগান্তি চরম আকার ধারন করলেও দেখছে না উর্ধতন কর্তৃপক্ষ। তবে অপকর্ম করার পরও নিজ দায়িত্ব পালনে সততা অবলম্বন করে থাকেন বলে জানান বাড়বকুন্ড বিদ্যুৎ বিতরন বিভাগের উপ- সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র ভৌমিক।
এ বিষয়ে বাড়বকুন্ড বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী খোরশেদ আলম বলেন,‘ অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত রয়েছে। আর গ্রাহক হয়রানীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাও ছাড় দেয়া হবে না এবং অনিয়ম ও দুর্নীতি চোখে পড়লে জনসাধারণ প্রতিহত করবে বলে জানান তিনি।