পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি, আল্লাহর কুদরতের প্রমাণ

পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি, আল্লাহর কুদরতের প্রমাণ
পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি, আল্লাহর কুদরতের প্রমাণ

ইসলাম ডেস্ক ।।

আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি । আল্লাহ তায়ালা বলেন, ‘আর নিশ্চয় চতুস্পদ জন্তুদের মধ্যে তোমাদের জন্য রয়েছে চিন্তা ও শিক্ষা গ্রহণের উপাদান; তাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য থেকে আমি তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য উপাদেয়।’ (সুরা নাহল : ৬৬)

শিক্ষা

প্রত্যেকটি সৃষ্টির পেছনে রয়েছে আল্লাহর অসীম কুদরত এবং মানুষের জন্য চিন্তা ও শিক্ষা গ্রহণের উপাদান।

পৃথিবীতে বিচিত্র রকম পশু ও জন্তু সৃষ্টি করেছেন আল্লাহ। এসব পশু-পাখি নিয়ে চিন্তাভাবনা করা এবং আল্লাহর সৃষ্টির অসীমত্বের সন্ধান করা।

গরু, ছাগল, উট প্রভৃতি প্রাণীর উদরে থাকে গোবর ও রক্ত, যেসবের রঙ সাধারণত হলুদ, সবুজ, লাল অথচ আল্লাহ এ থেকেই সাধা ধবধবে বিশুদ্ধ সুপেয় দুধ বের করে আনছেন মানুষের জন্য! রক্ত-গোবর খাবার উপযোগী কোনো জিনিস নয়, অথচ এ থেকেই যে দুধ বের হয়ে আসছে তা কেবল পান করার উপযোগী তা নয়, পানকারীদের জন্য অনেক উপকার নিয়ে আসে।

আল্লাহ তায়ালার এসব সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তাভাবনা করা ও শিক্ষা গ্রহণ করা মানুষের কর্তব্য। যে আল্লাহ মানুষের জন্য এতসব আয়োজন করছেন তার কুদরতি কদমে সিজদাবনত হওয়া।