নাসায় যাচ্ছে বাদাম বেচা সেই মেয়েটি

নাসায় যাচ্ছে বাদাম বেচা সেই মেয়েটি
নাসায় যাচ্ছে বাদাম বেচা সেই মেয়েটি

পোস্টকার্ড ডেস্ক।।

দরিদ্র পরিবারের জয়ালক্ষ্মীর বড় কষ্টে দিন কাটে । বাবা চলে যাওয়ার পর থেকে পুরো সংসারের দেখভাল করতে হচ্ছে তাকে। ভারতের তামিলনাড়ুর পাত্তুকোট্টাইয়ে একটি সরকারি স্কুলের ছাত্রী জয়ালক্ষ্মী।

সায়েন্সের ওপর বরাবরই আগ্রহ রয়েছে তার। মেধাবী এই ছাত্রী এবার নিজের চেষ্টাতেই নাসায় গিয়ে মহাকাশচারীদের সঙ্গে দেখা করতে চলেছেন। আগামী বছরের মে মাসে নাসায় যাচ্ছে জয়ালক্ষ্মী। অসুস্থ মা আর ভাইয়ের যাবতীয় খরচ তাকেই টানতে হয়। পড়াশোনার ফাঁকে সে জন্য তাকে বাদাম বিক্রি করতে হয়। বাদাম বেচার পাশাপাশি সে টিউশনও করে। অষ্টম আর নবম শ্রেণির ছাত্রছাত্রীকে পড়ায় সে। এরই মধ্যে একদিন হঠাৎই কাগজের একটা খবরে চোখ আটকে যায় তার।

গো৪গুরু নামে একটি সংস্থা নাসা যাওয়ার জন্য স্কুল শিক্ষার্থীদের সুযোগ দিতে একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল। খবরটা দেখেই আর বসে থাকতে পারেনি জয়া। সব কাজ ফেলে দৌড়ে বাড়ি গিয়ে প্রতিযোগিতার জন্য ফর্ম ফিলআপ করে। বাড়িতে বসে একা একাই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল সে। আর সেই পরীক্ষায় সে সফল হয়। এখন শুধু অপেক্ষা পাসপোর্টের।