নানা আয়োজনে বান্দরবানে সম্পন্ন হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে মহা পিণ্ডদান উৎসব

পোস্টকার্ড প্রতিনিধি , বান্দরবান ।।

নানা আয়োজনে বান্দরবানে সম্পন্ন হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে মহা পিণ্ডদান উৎসব

নানা আয়োজনে বান্দরবানে সম্পন্ন হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব। উৎসবে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারের দু’শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশগ্রহণ করে। সকালে রাজগুরু বৌদ্ধবিহার থেকে ভিক্ষুকদের পিণ্ডা চারণ শুরু হয়। পরে শহরের উজানীপাড়া, মধ্যমপাড়া, রাজার মাঠ হয়ে উজানী পাড়া বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এ সময় বৌদ্ধ দায়ক-দায়িকা ও নারী পুরুষ বৌদ্ধভিক্ষুদের সম্মান জানিয়ে পিণ্ডদান করেন।

এছাড়া নানা উৎকৃষ্ট খাবার মোমবাতি আগরবাতি ও নগদ টাকাও দান করেন তারা। পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ব্যক্তিদের সম্মান জানিয়ে পিণ্ডদান করেন উৎসবে। এদিকে উৎসবকে ঘিরে শহরের বৌদ্ধ সম্প্রদায় ভুক্ত এলাকা ও বৌদ্ধ মন্দিরগুলো নানা সাজে সাজানো হয়। পুণ্য লাভের আশায় বৌদ্ধ সম্প্রদায় আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই তিন মাস বিহারে বর্ষাবাস পালন করে থাকে। পরে বিহারগুলোতে কঠিন চীবর দান উৎসব পালনের পর বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে পিন্ডদান উৎসব পালন করে থাকে বৌদ্ধ সম্প্রদায়। বান্দরবানে শত বছর ধরে এই উৎসব পালন করে আসছে বৌদ্ধ সম্প্রদায়।