নতুন শনাক্ত ৭০৬ জন, সুস্থ ১৩০

নতুন শনাক্ত ৭০৬ জন, সুস্থ ১৩০
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। পুরোনো ছবি

নিজস্ব প্রতিবেদক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের টেস্ট কমেছে। সেই সঙ্গে কমেছে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যাও।

দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।

বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে বুধবার পর্যন্ত ১৮৬ জন প্রাণ হারিয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় আর কারও মৃত্যু হয়েছে কি না, সে তথ্য বিফ্রিংয়ে জানানো হয়নি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৩০ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ হাজার ৯১০ জন সুস্থ হলেন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় ৫ হাজার ৮৬৭টি। দেশে এ পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ৩৪টি ল্যাবে করা হচ্ছে এসব পরীক্ষা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

    মোট নমুনা পরীক্ষা: ১ লাখ ৫ হাজার ৫১৩টি।
    মোট আক্রান্ত: ১২ হাজার ৪২৫ জন।
    মারা গেছেন (বুধবার পর্যন্ত): ১৮৬ জন।
    মোট সুস্থ: ১ হাজার ৯১০ জন।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bdচালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৮ লাখ ৩৩ হাজার ৫৪৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ লাখ ৬ হাজার ৩৪৫ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৬৫ হাজার ২১০ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

    যুক্তরাষ্ট্র: ৭৪ হাজার ৮০৯ জন।
    যুক্তরাজ্য: ৩০ হাজার ৭৬ জন।
    ইতালি: ২৯ হাজার ৬৮৪ জন।
    স্পেন: ২৫ হাজার ৮৫৭ জন।
    ফ্রান্স: ২৫ হাজার ৮০৯ জন।
    ব্রাজিল: ৮ হাজার ৫৮৮ জন।
    বেলজিয়াম: ৮ হাজার ৩৩৯ জন।
    জার্মানি: ৭ হাজার ২৭৫ জন।
    ইরান: ৬ হাজার ৪১৮ জন।
    নেদারল্যান্ডস: ৫ হাজার ২০৪ জন