নতুন করে চট্টগ্রামে করোনা শনাক্ত ১০৭, মোট আক্রান্ত ১১ হাজার ৫৯৭ জন

নতুন করে চট্টগ্রামে করোনা শনাক্ত ১০৭, মোট আক্রান্ত ১১ হাজার ৫৯৭ জন
নতুন করে চট্টগ্রামে করোনা শনাক্ত ১০৭, মোট আক্রান্ত ১১ হাজার ৫৯৭ জন

পোস্টকার্ড ডেস্ক ।। 

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম-কক্সবাজার মিলে সাত ল্যাবের মধ্যে পাঁচটি ল্যাবে ৫৯৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ১০৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৫৯৭ জন। যাদের মধ্যে নগরেই আট হাজার ৯৪। আর বিভিন্ন উপজেলা মিলিয়ে তিন হাজার ৫০৩ জন। নতুনভাবে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু সংখ্যা ২১৬ জনেই স্থির আছে, যাদের মধ্যে ১৫৩ জন নগরের ও ৬৩ জন উপজেলার বাসিন্দা। অন্যদিকে, ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন আরও ৪২ জন। ফলে এখন পর্যন্ত একহাজার ৩৯৭ জন রোগী করোনাজয় করলেন।

সোমবার (১৩ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

চট্টগ্রামের সরকারি চারটি ও বেসরকারি দুটি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাবের মধ্যে সিভাসু ও শেভরন ল্যাবে কোন পরীক্ষা হয়েছে কিনা সেটি সিভিল সার্জনের দেয়া তথ্যে উল্লেখ ছিল না। ফলে সাত ল্যাবের মধ্যে পাঁচ ল্যাব মিলিয়ে মোট ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আরও ১০৭ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে নগরের ৮০ জন এবং বিভিন্ন উপজেলার ২৭ জন। একইসাথে চট্টগ্রামে সুস্থ হয়েছেন আরও ৪২ জন এবং গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন শনাক্ত হয় ১৫ জন। এর মধ্যে ১১ জন নগরের। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় মাত্র ৯৯ জনের নমুনা পরীক্ষা করে দিনের সর্বাধিক ৩৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়, যাদের ২৯ জন নগরের ও ৫ জন উপজেলার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে আগেরদিনের চেয়ে কিছুটা বেশি নমুনা পরীক্ষা করা হয়। মোট ১৪১ জনের নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজিটিভ শনাক্ত হন ৩০ জন। যাদের ১৫ জন নগরের ও ১৫ জন বিভিন্ন উপজেলার।

অন্যদিকে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে দিনের সর্বাধিক ১৯৪ জনের নমুনার পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। যাদের ২৫ জনই নগরের, বাকি ২ জন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় শেভরণ ল্যাবের কোন পরীক্ষার খবর পাওয়া যায়নি।

এদিন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষা করিয়ে উপজেলার ১ জন রোগী শনাক্ত হয়।

উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ২৭ জনের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে হাটহাজারী উপজেলা। সেখানে ৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। দিনের দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগীর খোঁজ মেলে রাউজানে, ৫ জন। এছাড়া আনোয়ারায় ৪ জন, রাঙ্গুনিয়া ও মিরসরাইয়ে ৩ জন করে, লোহাগাড়ায় ২ জন এবং বোয়ালখালী, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে ১ জন।