নতুন করে চট্টগ্রামে আরও ৩৭২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৮৫২

নতুন করে চট্টগ্রামে আরও ৩৭২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত  ৮৮৫২
নতুন করে চট্টগ্রামে আরও ৩৭২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৮৫২

পোস্টকার্ড ডেস্ক ।।

করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  সোমবার (২৯ জুন) ৭টি ল্যাবে ১৩৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮৫২জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১০, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪৫ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩১৭টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৫১টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৮৬টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে নতুন যুক্ত হওয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২০৪টি নমুনা পরীক্ষা করে ১১০ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ৩৯ জন, সিভাসুতে ৩৬ জন, চমেকে ৭৩ জন, চবিতে ৬০ জন, ইম্পেরিয়ালে ৪৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজে ১০ জন ও শেভরণে ১১০ জনের  শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১৩৪৫ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৭২ জনের। এরমধ্যে ২৫৯ জন নগরীর এবং ১১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা মধ্যে সাতকানিয়া ১৩, বাঁশখালীর ৭, আনোয়ারা ৪, চন্দনাইশ ৭, পটিয়ার ৮, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়া ১৯, রাউজানের ১৫, ফটিকছড়ির ৭, হাটহাজারীতে ২১, মিরসরাইয়ের ৩, সীতাকুণ্ডের ৫ জন।