‘ন’ডরাই’ - এক সংগ্রামী জীবনের গল্প

‘ন’ডরাই’ - এক সংগ্রামী জীবনের গল্প

মোহাম্মদ তারেক ।।

আজ স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজনা ‘ন’ডরাই’ সিনেমাটি মুক্তি পেয়েছে । আলোচিত নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় সার্ফিং নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ‘আইসক্রিম’ খ্যাত শরিফুল রাজ ও নবাগতা সুনেরাহ বিনতে কামাল। তাদের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন মোহাম্মদ তারেক। দেশের প্রথম নারী সার্ফার ‘নাছিমা আক্তার’ কয়েক বছর আগে আলোড়ন তুলেছিলেন। তার সংগ্রাম ছিল সমাজের ট্যাবুর বিপরীতে। তার জীবন কাহিনি হতে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘ন’ডরাই’।

‘আয়েশা’ চরিত্রের মাধ্যমে ‘ন’ডরাই’ ছবিতে একজন সংগ্রামী নারীর জীবন তুলে ধরেছেন সুনেরাহ। অন্যদিকে রাজের চরিত্রের নাম ‘সোহেল’, ছবিতে তিনিও একজন সার্ফার।

কেমন ছিল তার সার্ফিং অভিজ্ঞতা? সুনেরাহ বললেন, ভালো অভিজ্ঞতা ছিল। আমার মনে হয় যতটুকু হারিয়েছি তার চেয়ে বেশি অর্জন করেছি। প্রথমে একটু ভয় কাজ করলেও সাহস নিয়ে সার্ফিং শিখেছি। স্বর্গীয় অভিজ্ঞতা ছিল। শরিফুল রাজ নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, দারুণ একটা অভিজ্ঞতা ছিল। প্রায় এক বছর কক্সবাজার ছিলাম, ট্রেনিং পিরিয়ড ছিল তিন মাসের। ভাষা আয়ত্ত করার একটি ব্যাপার ছিল।

এ ছবিটি নির্মিত হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। সুনেরাহ এ প্রসঙ্গে বলেন, ভাষাটি আয়ত্ত করা কঠিন ছিল। আমি চট্টগ্রামের বন্ধুদের সঙ্গে মিশেছি। তাদের সঙ্গে সময় কাটিয়েছি, নিয়মিত কথা বলেছি। রাজের মতে টিমের অন্যদের চেষ্টায় ভাষার সমস্যাটি দূর করা গেছে সহজেই।

এ ছবিটি করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা ছিল কি না জানতে চাইলে সুনেরাহ বললেন, সার্ফিং করতে গিয়ে একবার ডুবে যাওয়ার অবস্থা হয়েছিল। আর কয়েক মিনিট হলেই অন্য কিছু হতো। কথাটি মনে হলে এখনও আত্মা কেঁপে ওঠে। রাজ জানালেন তার চোখের সামনেই ঘটনাটি ঘটে, তিনি তখন ট্রেনারকে জানান সুনেরাহর কথা।

‘ন’ডরাই’ করার আগে সুনেরাহর কাছে বেশ কিছু ছবির প্রস্তাব এসেছিল। কিছুই তার মন মতো হচ্ছিল না। তানিম রহমান অংশুর সঙ্গে মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা ছিল তার। তাই তিনি যখন ছবির কথা বললেন তখন দ্বিতীয়বার ভাবেননি তিনি। পরে জানতে পারেন তাকেই নাকি ‘আয়েশা’ চরিত্রের জন্য ভেবেছিলেন সংশ্লিষ্টরা। শরিফুল রাজও প্রথম ফোন কলটি পেয়েছিলেন নির্মাতা অংশুর কাছ থেকেই। সুনেরাহ জানালেন ছবিটি করতে গিয়ে তিনি নাছিমা আক্তারের সঙ্গে মিশেছেন। তার অভিজ্ঞতা শুনেছেন, যা ছবিটি করতে সহায়ক হয়েছে।

ছবিটি দর্শক কেন দেখবে এমন প্রশ্নের জবাবে সুনেরাহ বলেন, আমাদের পুরো টিম খুব ইফোর্ট দিয়েছে। মিউজিক ভিডিও যেগুলো মুক্তি পেয়েছে সেগুলো দেখেও দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছে কেমন নির্মাণ হয়েছে। ছবির কলাকুশলী সবাই রিয়েলিস্টিকভাবে কাজটি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে। সবার এত চেষ্টায় ভালো একটি কাজ হয়েছে। তাই আমার মনে হয় দর্শকের ছবিটি দেখা উচিত। এদিকে রাজ সুনেরাহর মতে সায় দিয়ে বললেন, ‘ন’ডরাই’ ছবিতে দর্শক একটি সুন্দর গল্প পাবে। সুনেরাহ নতুন, আমিও নতুনের মতোই। বলা যায় ফ্রেশ আর্টিস্টদের নিয়ে সুন্দর গল্পের ছবি নির্মিত হয়েছে। তাই দর্শকের ছবিটি ভালো লাগবে।

সবশেষে সুনেরাহ জানালেন তিনি ভালো ছবিতে কাজ করতে ইচ্ছুক। শুধু ছবি নয়, নাটক কিংবা ওয়েব সিরিজ যেটাই হোক কাজ করতে তার আপত্তি নেই। শর্ত একটাই, গল্প-চরিত্র তার পছন্দ হতে হবে। অন্যদিকে ‘আইসক্রিম’র পর রাজ ‘ন’ডরাই’, ‘পরান’ ও ‘হাওয়া’ ছবিতে কাজ করলেন। তিনিও বড়পর্দায় থাকতে ইচ্ছুক, তবে আপাতত শরীরকে বিশ্রাম দেবেন।