দেশের ৫০ লাখ পরিবারের চাল কিনতে ৮৭৫ কোটি টাকা দিল সরকার

দেশের ৫০ লাখ পরিবারের চাল কিনতে ৮৭৫ কোটি টাকা দিল সরকার
দেশের ৫০ লাখ পরিবারের চাল কিনতে ৮৭৫ কোটি টাকা দিল সরকার

নিজস্ব প্রতিবেদক।।

সারা দেশে ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল পাচ্ছেন এমন সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৫০ লাখ। নতুন করে আরও ৫০ লাখ পরিবারকে এ কর্মসূচির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই সেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে মাঠ পর্যায়ে। নতুন করে যুক্ত করা এই ৫০ লাখ পরিবারের জন্য ১০ টাকা কেজি দরের চাল সহায়তা দিতে ৮৭৫ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুক‚লে সম্প্রতি এই অর্থ ছাড় করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সূত্র।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নতুন রেশন কার্ড পাওয়া পরিবারে সরবরাহের জন্য সরকার জরুরিভিত্তিতে দুই লাখ টন চাল সংগ্রহ করবে। এ জন্যই মূলত এই ৮৭৫ কোটি টাকা ছাড় করা হয়েছে।

সূত্র জানিয়েছে, করোনাভাইরাস মহামারীতে বেকার হয়ে পড়া নিম্নবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিতেই নতুন করে ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ড চালু করে তাদের ১০ টাকা কেজিতে ওএমএসের চাল দেবে সরকার।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ অথবা ২৫ এপ্রিল থেকেই শুরু হচ্ছে রোজা। সরকার রোজা শুরুর আগেই এ কাজ সম্পন্ন করতে চায়। আসন্ন রমজানের শুরুতেই নতুন করে ৫০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। তাই এ কর্মসূচিতে নতুন করে আরও ৮৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ কর্মসূচির আওতায় এর আগে ৫০ লাখ পরিবার সুবিধাভোগী হিসেবে রেশন সুবিধা তথা ১০ টাকা কেজিতে চাল পেয়ে আসছে সেটাও বহাল রয়েছে।

উল্লেখ্য, করোনার প্রভাবে মানবেতর জীবনযাপন করছেন এমন পরিবারের নামে, বিশেষ করে যাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির কোনো কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সম্প্রতি কর্মসূচিটি চলাকালে চাল বিতরণে চুরি ও আত্মসাতের অভিযোগে বর্তমানে কর্মসূচিটি স্থগিত করেছে সরকার।