দেশে নতুন করে আরো ১৭৩৩ করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ১৬ জন

দেশে নতুন করে আরো  ১৭৩৩ করোনা রোগী শনাক্ত,  মারা গেছেন ১৬ জন

পোস্টকার্ড ডেস্ক ।। 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৭ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৩৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১। 

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতদের মধ‌্যে পুরুষ ১৬ জন, নারী ৩ জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা  ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ১০ হাজার ১১২ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৫৩১ জনের। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৮৭৪ জন।