দুর্নীতি দমন কমিশনকে চাপে রাখার সুযোগ কারও নেই: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনকে চাপে রাখার সুযোগ কারও নেই: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনকে চাপে রাখার সুযোগ কারও নেই: দুদক চেয়ারম্যান

পোস্টকার্ড ডেস্ক ।।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন , দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চাপে রাখার সুযোগ কারও নেই । তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন কমিশন। কমিশন তার নিজ গতিতে চলে। কমিশনকে চাপে রাখার সুযোগ কারও নেই।’

দুদক বিটের সংবাদকর্মীদের সংগঠন ‘করাপশন এগেইনেস্ট রিপোর্টার্স (র‌্যাক)’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব বলেন।

বেসিক ব্যাংক প্রসঙ্গে সাংবাদিকরা দুদক চেয়ারম্যানকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তদন্ত করছেন কমিশন। কমিশন যখন তদন্ত করছে, তখন এই বিষয় নিয়ে তো কথা বলাই উচিত না।’

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নাম চার্জশিটে না থাকা প্রসঙ্গে জানতে চাইলে কমিশন চেয়ারম্যান বলেন, এ বিষয়ে বলার আপনি কে? হু আর ইউ? এ সময় তিনি প্রশ্ন করা ওই সাংবাদিককে বলেন, কথাটি আপনাকে না, আগে যিনি আবদুল হাই বাচ্চুর নাম যোগ করা হবে কিনা জানতে চেয়েছিলেন তাকে উদ্দেশ্য করে বলা।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান আরও বলেন, ব্যাংকটির লুটপাটের টাকা মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে চলে গেছে। সেখানে মিউচ্যুয়াল লিগ্যাল এসিসট্যান্স (এমএলএ) পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন আসলে তদন্ত কার্যক্রম শেষ হবে।