থাকবে ভাস্কর্য : স্বরাষ্ট্রমন্ত্রী

থাকবে ভাস্কর্য : স্বরাষ্ট্রমন্ত্রী

পোস্টকার্ড ডেস্ক ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলতে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।     

মন্ত্রী জানান, রোববার রাতে বেফাকের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে দেশের ১২ জন শীর্ষ আলেম তার সঙ্গে দেখা করেন। সেখানে ধর্ম প্রতিমন্ত্রী, ধর্ম সচিব সবাই উপস্থিত ছিলেন। 

আলাপ ফলপ্রসূ হয়েছে। আরও আলাপ হবে। আলাপ-আলোচনার ভিত্তিতে এই সমস্যা নিরসন হবে।

ভাস্কর্য নিয়ে চলমান বিতর্ক সরকার আলোচনার মাধ্যমে অবসান ঘটাতে চায় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানবিরোধী কিছুই করবে না সরকার। আবার কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হবে না। 

আলোচনার মাধ্যমে সমাধানে সরকারের নীতি নতজানু কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা কোনো ধর্মকে অবজ্ঞা করব না। কিন্তু নতজানু নীতিতেও আওয়ামী লীগ বিশ্বাস করে না। 

বিধানের বাইরে যাব না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। 

কামাল বলেন, বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের জায়গায় কুতুব মিনারের আদলে একটা মিনার তৈরিসহ পাঁচটি প্রস্তাব করেছেন আলেমরা। 

এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে মন্ত্রী বলেন, ভাস্কর্য নির্মাণাধীন আছে, থাকবে। 

কামাল জানান, আলেমরাও স্বীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ মুসলমান। 

সরকার সংবিধান পরিপন্থি কিছু করবে না জানিয়ে মন্ত্রী বলেন, আলেমরা দেশে কোনো অরাজক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কিছু চায় না। ফেসবুকের অপপ্রচার ঠেকাতেও সরকারের হস্তক্ষেপ চেয়েছেন আলেমরা। (আলেমদের) তাদের নাম ধরে অনেকেই এখানে ঢুকে গেছে, অনেকেই উসকানি দেয়ার সুযোগ নিচ্ছে। 

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে ইসলামপন্থি বিভিন্ন সংগঠন। এর মধ্যেই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করা হয়। এ নিয়ে ভাস্কর্যবিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হয় ভাস্কর্যের পক্ষের লোকজনের।