জরিপে বিভ্রান্তিকর তথ্যের জন্য সেভ দ্য চিলড্রেনের দুঃখ প্রকাশ

জরিপে বিভ্রান্তিকর তথ্যের জন্য সেভ দ্য চিলড্রেনের দুঃখ প্রকাশ
জরিপে বিভ্রান্তিকর তথ্যের জন্য সেভ দ্য চিলড্রেনের দুঃখ প্রকাশ

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর ১২১ জন শিশুকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের করা জরিপের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটি বলেছিল, ৬৪ শতাংশ শিশুর ভাষ্য, বর্তমানে তাদের পরিবার কঠিন খাদ্য সংকটে আছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সেভ দ্য চিলড্রেনের শিশু মতামত জরিপের ওপর প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি গোচর হয়েছে। এ নিয়ে সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলে, বিভ্রান্তিকর শিশু মতামত জরিপ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সেভ দ্য চিলড্রেন দুঃখ প্রকাশ করেছে।

মন্ত্রণালয় জানায়, তথাকথিত জরিপটি মাত্র ১২১ শিশুকে ফোনে প্রশ্নোত্তরের মাধ্যমে পরিচালিত হয়েছে। এ ধরনের প্রতিবেদন দেশের প্রায় সাড়ে ছয় কোটি শিশুকে প্রতিনিধিত্ব করে না এবং কোনোভাবে দেশের সমগ্রিক পরিস্থিতির প্রতিফলন নয়।

সীমিত পরিসরে পরিচালিত এ ধরনের জরিপ বিভ্রান্তিকর, যা দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এ জরিপের মেথোডোলজি সঠিক নয় এবং স্পেংলিং ফ্রেইমওয়ার্ক ত্রুটিপূর্ণ।

এতে গবেষণা পরিচালনায় গবেষকের ধারণার ঘাটতি প্রকাশিত হয়েছে এবং একই সাথে সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠানটির সুনাম ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলেছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

বার্তায় আরও জানানো হয়, বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ভারপ্রাপ্ত প্রধানের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তা প্রসঙ্গে জানতে চাইলে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা আমাদের জরিপের ব্যাখ্যা দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে। মূলত করোনার কারণে জরিপটি আমাদের প্রতিবেদকরা মোবাইল ফোনে নিয়েছেন। আমরা প্রান্তিক ১২১ জন শিশুর মধ্যে জরিপ করে এই তথ্য দিয়েছি।’

এক্ষেত্রে এই কর্মকর্তার দাবি, দেশের অনেক গণমাধ্যমের উপস্থাপনের কারণে বিষযটি জটিলতা মনে হচ্ছে।

সংস্থাটির জরিপে বলা হয়, শহুরে বস্তি, চা বাগান এবং সুবিধাবঞ্চিত গ্রামাঞ্চলের ১০-১৮ বছর বয়সী ১২১ জন শিশুর সঙ্গে টেলিফোন আলাপের মাধ্যমে এমন তথ্য উঠে এসেছে।

এই ১২১ জনের মধ্যে ৪০ শতাংশ ছেলে ও ৬০ শতাংশ মেয়ে এবং প্রতিবন্ধী শিশুও রয়েছে।

জরিপটি চালিয়েছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড রাইটস গভর্ন্যান্স ও চাইল্ড প্রোটেকশন সেক্টর।