জিনিয়াস স্কলারশিপ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত সীতাকু্ন্ডে

জিনিয়াস স্কলারশিপ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত সীতাকু্ন্ডে
জিনিয়াস স্কলারশিপ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত সীতাকু্ন্ডে

মুসলেহ উদ্দীন ,পোস্টকার্ড ।।

শুক্রবার বিকাল ৩টায় সীতাকুন্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান সম্পন্ন হয়েছে। জিনিয়াস স্কলারশিপের আয়োজনে ও রোটারি ক্লাব অব চিটাগাং এর সহযোগিতায় এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ চট্রগ্রামের এডিশনাল ডিআইজি ও রোটারি ক্লাব অব চিটাগাং এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মুসলিম (পি.পি.এম)।

জিনিয়াস স্কলারশিপের পরিচালক মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও জিনিয়াস স্কলারশিপের সাধারণ সম্পাদক মোঃ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দীন।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ,কে. এম. মুমিনুল হক, সীতাকুন্ড সমিতি চট্রগাম এর সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দীন মানিক,সহ-সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন,সহ সভাপতি লায়ন আলী আকবর জাসেদ,শিল্প ও বাণিজ্য সম্পাদক লায়ন আলীম উল্লাহ মুরাদ, সাদেক মস্তান (রহঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক,সাংবাদিক খাইরুল ইসলাম, সীতাকুন্ড আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবুল চন্দ্র নাথ প্রমূখ।

অনুষ্ঠানে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন শুধুমাত্র প্রতিযোগীতার পিছনে দৌঁড়ালে শিক্ষা অর্জিত হবে না।সন্তানকে নৈতিক শিক্ষা দানে সচেষ্ট হতে হবে।শিক্ষকরা যদি আপনার সন্তানকে শাসন করে তাতে আপত্তি করবেন না।মনে রাখবেন শিক্ষকরা কখনোই ছাত্রদের আঘাত করার জন্য শাস্তি দেন না।শাস্তি দেন যেন সে নিজের ভুল বুঝতে পারে।

সম্মাননা অনুষ্ঠানে তিনি আরো বলেন সন্তান আপনার তাই বলে সব দায়িত্ব আপনার না। শিক্ষকরাও সন্তানের দায়িত্বশীল।সব ছাত্রছাত্রীই দুষ্টামি করে থাকে কিন্তুু দুষ্টুমি যেন কখনোই বিয়াদবির পর্যায়ে না যায়।

অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন এই সামান্য বৃত্তি পেয়ে খুশি হলে চলবে না তোমাদের আরো উচ্চ মানের স্বীকৃতি পেতে হবে।সেজন্য অধ্যবসায়ের বিকল্প নেই।

আমন্ত্রিত অতিথি লায়ন মুরাদ বলেন আমি অর্গানিক জিন্স নামে একটি প্রতিষ্ঠানের সিইও হিসেবে দায়িত্বরত আছি।সীতাকুণ্ডে এসএসসি কিংবা এইচএসসি পাশ করে বেকার ঘুরছে এমন কোন ছেলে থাকলে আমাকে জানাবেন।যদি কোন ছেলে /মেয়ে ফ্যাশন ডিজাইনার হিসেবে ইন্টার্নি করতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।আমি তাদের চাকরীর ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ জিনিয়াসের উদ্যোগকে উচ্ছসিত প্রশংসা করেন এবং জিনিয়াসকে আগামীতে আরো সাফল্যমণ্ডিত হওয়ার আশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে শতাধিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

জিনিয়াস স্কলারশিপ বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ান মোহাম্মদ মুসলিম উদ্দিন।