জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় সীতাকুণ্ডে নানা আয়োজনে মহান বিজয় দিবস উৎযাপন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় সীতাকুণ্ডে নানা আয়োজনে মহান বিজয় দিবস উৎযাপন
জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় সীতাকুণ্ডে নানা আয়োজনে মহান বিজয় দিবস উৎযাপন

পোস্টকার্ড ( সীতাকুন্ড) প্রতিনিধি ।। 

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় সীতাকুণ্ডে প্রতিবারের মত এবারও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন ২০১৯ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। সকাল ৬ টায় উপজেলা চত্বরে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকালে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

এছাড়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে চেয়ারম্যান এসএম আল মামুন, নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হক পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর সীতাকুণ্ড প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, মডেল থানা, বার আউলিয়া হাইওয়ে থানা, ফায়ার সার্ভিসসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনীতিক, সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।

সকাল ৮টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন ।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে কুচকাওয়াজ ও দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হক, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, সুমন বনিক ( ইন্টেলিজেন্ট), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছাপা, আনসার ভিডিবি অফিসার মোঃ আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ্ আলম প্রমূখ।

সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়, এছাড়া বিভিন্ন খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো প্রদর্শন করা হয়। এদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বেলা ১২টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সন্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, জেলা পরিষদ সদস্য আ.ম. দিলসাদ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলিমুল্লাহ , ওসি ফিরোজ হোসেন মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।