চালু হলো সিএমপিতে সার্জেন্ট ও টিএসআই কর্মকর্তাদের জন্য সাপ্তাহিক ছুটি

চালু হলো সিএমপিতে সার্জেন্ট ও টিএসআই কর্মকর্তাদের জন্য সাপ্তাহিক ছুটি
চালু হলো সিএমপিতে সার্জেন্ট ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তাদের জন্য সাপ্তাহিক ছুটি

পোস্টকার্ড প্রতিবেদক ।।    

চালু হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তাদের জন্য সাপ্তাহিক ছুটি। সপ্তাহের শুক্রবার ও শনিবার যেকোনও একদিন পালাক্রমে এ ছুটি ভোগ করতে পারবেন তারা।

পর্যায়ক্রমে কর্মরত এএসআই, এটিএসআই, কনস্টেবল পদমর্যাদার পু্লিশ সদস্যরাও এ সাপ্তাহিক ছুটির আওতায় আসবেন বলে সিএমপির কর্মকর্তারা জানিয়েছেন।

জানা যায়, সিএমপির ট্রাফিক উত্তর জোনে ৯৪ সার্জেন্ট ও ৪ জন টিএসআই এবং বন্দর জোনে ৮৮ জন সার্জেন্ট ও ৪ জন টিএসআই কর্মরত রয়েছেন। এদের মধ্যে উত্তর জোনে কর্মরত ১৯ জন প্রবিশনাল সার্জেন্ট ও বন্দর জোনে ২০ জন প্রবিশনাল সার্জেন্ট এ সাপ্তাহিক ছুটির আওতায় থাকছেন না।

সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) আমির জাফর বলেন, কমিশনার স্যারের নির্দেশে ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তাদের জন্য সাপ্তাহিক ছুটি চালু করা হয়েছে। সপ্তাহের শুক্রবার ও শনিবার যেকোনও একদিন পালাক্রমে এ ছুটি ভোগ করতে পারবেন তারা। পর্যায়ক্রমে কর্মরত এএসআই, এটিএসআই, কনস্টেবল পদমর্যাদার পু্লিশ সদস্যরাও এ সাপ্তাহিক ছুটির আওতায় আসবেন।

আমির জাফর বলেন, সাপ্তাহিক ছুটির কারণে এখন থেকে পরিবারকে সময় দিতে পারবেন সার্জেন্টরা। এতে করে তাদের মাঝে কাজের উৎসাহ বৃদ্ধি পাবে।