চালু হল ডিএপি সার কারখানা , হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বছরে সাশ্রয় হবে

পোস্টকার্ড প্রতিবেদক ।।

চালু হল ডিএপি সার কারখানা , হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বছরে সাশ্রয় হবে

আনোয়ারার ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার প্ল্যান্ট লিমিটেড) দীর্ঘ তিন বছর পর চালু হয়েছে ।

গতকাল সোমবার বেলা আড়াইটা থেকে কারখানার উৎপাদন শুরু হয়েছে। ডিএপি-১এ নতুন কোন অ্যামোনিয়া প্ল্যান্ট স্থাপন না করে ডিএপি-২এ অ্যামোনিয়া ডে ট্যাংক থেকে মোডিফাইড লাইনের মাধ্যমে উৎপাদন শুরু করা হয়েছে বলে জানা গেছে।

মোডিফাইড লাইনে ব্যয় হয়েছে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। নতুন অ্যামোনিয়া প্ল্যান্ট স্থাপনে ব্যয় হত সরকারের ১৫০ কোটি টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট ডিএপি-১এর অ্যামোনিয়া ট্যাংক দুর্ঘটনায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার আশংকায় এতদিন ডিএপি-২ প্ল্যান্টও বন্ধ রাখা হয়। বুয়েটের পরামর্শ কারখানার প্রকৌশলী ও কারিগরদের সহায়তায় ডিএপি সার কারখানা চালু হয়েছে। এখন উৎপাদন শুরু হওয়ায় বছরে ১ হাজার কোটি টাকার বৈদেশিক মূদ্রা সাশ্রয় হবে। ২০১৬ সালে ডিএপি কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে দুর্ঘটনার পর বাতাসে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় পুরো নগরীতে আতংক ছড়িয়ে পড়েছিল। বন্দর ও পতেঙ্গা এলাকায় অ্যামোনিয়া গ্যাসে বহুলোকের শ্বাসকষ্ট দেখা দেয়। এই শ্বাসকষ্টের বিষয়টি শহরময় রটে যাওয়ায় জনগণ আতংকে ঘরের জানালা পর্যন্ত বন্ধ করে দেয়।

ডিএপি সূত্র জানায়, ডিএপি সার দেশে উৎপাদনের লক্ষে ২০০৬ সালে তৎকালীন সরকার আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় ডিএপি সার কারখানা স্থাপন করে। কারখানার ডিএপি-১ ও ডিএপি-২ প্ল্যান্টের মাধ্যমে বছরে ডিএপি সার উৎপাদন হয় ৫ লক্ষ ২৮ হাজার মেট্রিক টন। দেশে ডিএপি সারের চাহিদা ৯ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন। অবশিষ্ট ৪ লক্ষ ২২ হাজার মেট্রিক টন বিদেশ থেকে আমদানি করা হয়। আমদানি করা ডিএপি সারের মূল্য প্রতি টন আনুমানিক ৪৫ হাজার টাকা। ডিএপি কারখানার সারের মূল্য প্রতি টন ২৩ হাজার টাকা। কৃষির উন্নয়নে সরকার ভর্তুকি দিয়ে ডিএপি সার সরবরাহ করে থাকে। ডিএপি সার কারখানায় উৎপাদন শুরুর ব্যাপারে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম বলেন, বেলা আড়াইটা থেকে কারখানা উৎপাদন শুরু হয়েছে। শিল্প সচিব আবদুল হালিম ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মো. হাইউল কাইয়ুমের (গ্রেড-১) ঐকান্তিক প্রচেষ্টায় ডিএপি সার কারখানা চালু হয়েছে।