চীনে এবার বার্ড ফ্লু

চীনে এবার বার্ড ফ্লু
চীনে এবার বার্ড ফ্লু

পোস্টকার্ড ডেস্ক।।

প্রাণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসা দিতেই হিমশিম খাচ্ছেন চীনা চিকিৎসকরা। এরই মধ্যে চীনের হুনান প্রদেশে আতঙ্ক আরও বাড়িয়েছে বার্ড ফ্লু। ভয়াবহ প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের পাশ্ববর্তী একটি প্রদেশ হুনান । খবর জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের।

চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, এইচ৫এন১ (H5N1)ভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে চার হাজার মুরগি মারা গেছে। এসব মুরগি শাওইয়াং শহরের একটি ফার্মে মারা গেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই রোগের বিস্তার রোধে প্রায় ১৭ হাজার ৮০০ মুরগিকে হত্যা করা হয়েছে। এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু ভাইরাসে মানুষও আক্রান্ত হওয়ার নজির আছে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে গুরুতর বিভিন্ন লক্ষণও দেখা দেয়।

ভাইরাসটির প্রাদুর্ভাবের পর ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে খামার কর্তৃপক্ষ ১৭ হাজার ৮২৮টি পোল্ট্রি প্রাণী মেরে ফেলেছে।

এতদিন পর্যন্ত বিশ্বজুড়ে মূলত এইচ১এন১ (H1N1) জাতীয় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। এবার এলো এইচ৫এন১(H5N)1 -এ আক্রান্ত হয়ে প্রাণীর মৃত্যুর খবর।

এদিকে এমন এক সময় এই ভাইরাসের সংক্রমণ ঘটলো যখন হুবেই প্রদেশে প্রাণঘাতী নতুন একটি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে চীনা কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বার্ড ফ্লুয়ের কারণে চীনের ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে।

রোববার পর্যন্ত করোনাভাইরাসে চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে ফিলিপাইনে মৃত্যু হয়েছে একজনের। তিনি আবার উহান শহরেরই বাসিন্দা। ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।