চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় সেরা অবদানের স্বীকৃতি পেল সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স

চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় সেরা অবদানের স্বীকৃতি পেল সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স
চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় সেরা অবদানের স্বীকৃতি পেল সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

স্বাস্থ্য সেবায় চট্টগ্রাম জেলায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১ম স্থান অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

সোমবার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনকালে চট্টগ্রামের ১৪টি উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১ম পুরস্কারে ভূষিত করা হলে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এতে দ্বিতীয় স্থান অর্জন করায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা মো. হানিফের হাতে ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা নাবিল চৌধুরীর হাতে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পক্ষে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্বস্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মো. জাহিদ, জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়ুয়া, বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা প্রমুখ।

পুরস্কার তুলে দেওয়ার সময় চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিগত করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সব ধরনের স্বাস্থ্যসেবা আন্তরিকতার সাথে দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে।

স্বীকৃতি পেয়ে স্থানীয় এমপি দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, স্থানীয় সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, সবার সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও তিনি সকলের সহযোগিতা চান।