চট্টগ্রামের হোটেল হাইওয়ে অবস্থিত প্রাক্তন সৈনিক ক্লাবে'র জুয়ার আসরে পুলিশের হানা

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রামের হোটেল হাইওয়ে অবস্থিত প্রাক্তন সৈনিক ক্লাবে'র জুয়ার আসরে পুলিশের হানা
চট্টগ্রামের হোটেল হাইওয়ে এর প্রাক্তন সৈনিক ক্লাবে জুয়ার আসরে পুলিশের হানা

দীর্ঘদিন ধরে চট্টগ্রামের একে খান মোড়ের ১০০গজ পূর্ব পাশে হোটেল হাইওয়ে (আবাসিক) এর চতুর্থ তলার অবস্থিত রিটায়ার্ড আর্মড ফোর্সেস ক্লাব ( প্রাক্তন সৈনিক ক্লাব ) নামক স্থানে চলে আসা জুয়ার আসরে হঠাৎ করে হানা দিলেন পুলিশের বিশাল টিম।

 

অনেক কষ্ট করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে অপারেশন টিম। দীর্ঘ এক ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করেছে হাজার খানেক তাজ খেলার কার্ড, খেলার নিয়মাবলি চার্ট, মার্কার কলম, টাকার চার্ট,জুয়ার তালিকা বই,শতাধিক ফায়ার বক্স (দেশলাই) বিভিন্ন রকমের সিগারেট সহ জুয়ার বিভিন্ন উপকরণ।

 

এসময় বেশ কয়েকটি আলমারি বন্ধ থাকায় চেক করতে পারেনি পুলিশ। হাইওয়ে আবাসিক হোটেলের মেনেজার বলে আজ কয়েক দিন ধরে ক্লাবটি বন্ধ রয়েছে, তেমন কেউ আসেনা। গত দুই বৎসর যাবৎ এই ক্লাবে রাত ৮ টা থেকে ভোরবেলা পর্যন্ত সরগম থাকতো।

অনেক সময় জুয়াড়িদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটত, যদিও এই ক্লাব অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নামে সাইনবোর্ড লাগানো মুস্টিমেয় কয়েকজন জন ছাড়া প্রায়ই রাজনৈতিক ছত্রছায়ার লোকজন। সরকারের জিরো টলারেন্স নীতির কারণে গত কয়েক দিনের মধ্যে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, আবার কেউ কেউ দেশের বাহিরে অবস্থান নিচ্ছে বলে জানান।

রিটায়ার্ড আর্মড ফোর্সেস ক্লাব এর পিছনে আবাসিক এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন,গত তিন থেকে চার দিন আগেও এখানে জুয়াড়িদের আড্ডা ছিল প্রচুর, ক্লাবের ভিতরে রান্নার সব উপকরণ আছে। তাই খাওয়া দাওয়ার কোন সমস্যা হতো বিধায় সারা রাত জেগে চলতো জুয়ার আসর।

অভিযান শেষে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান  বলেন সাময়িক হয়তো পালিয়ে আছে। আমরা উদ্ধার করা মালামাল গুলো আরো গভীর ভাবে যাচাই বাছাই করে দেখবো, কে বা কারা এই সমস্ত কাজে জড়িত।

উদ্ধার হওয়া ডকুমেন্টস গুলোর মধ্যে একটু সরকারি রেজিষ্ট্রেশন নাম্বার রয়েছে তা দিয়ে এই ক্লাবের প্রোফাইল বাহির করে সেখানে জুয়া খেলার অনুমতি কতটুকু বৈধ যাচাই বাছাই করা হবে।

তবে সরকারি নীতিমালা অনুযায়ী কোন অফিসে জুয়া খেলার অনুমতি নাই এমন মন্তব্য করেন তিনি।