চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টের তলব ,২৬ জানুয়ারির আগে কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টের তলব ,২৬ জানুয়ারির আগে কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ
২৬ জানুয়ারির আগে কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

পোস্টকার্ড ডেস্ক ।।

বন্দর চেয়ারম্যানকে তলব করেছে হাইকোর্ট। নির্দেশ বাস্তবায়ন না করায় আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে আদালত থেকে বেরিয়ে তিনি জানান, আদেশ অনুযায়ী কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা কেন উচ্ছেদ করা হয়নি, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ২৬ জানুয়ারির আগে অবৈধ স্থাপনা উচ্ছেদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মনজিল মোরসেদ জানান, কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন আদালত। জেলা প্রশাসন কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিছু অবৈধ স্থাপনা বন্দর এলাকার মধ্যে থাকায় তা আর উচ্ছেদ করা হয়নি। পরে আদালতে ফের আবেদন করা হলে আদালতের নির্দেশে আংশিক উচ্ছেদ করা হয়। এরপর আবার আবেদন করা হলে আদালত বন্দর কর্তৃপক্ষকে তিন মাস সময় দেন। তিন মাস সময় পার হয়ে গেলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে ফের সময় চেয়ে আবেদন করায় বন্দরের চেয়ারম্যানকে তলব করেন আদালত।