চট্টগ্রামে দখলমুক্ত হলো রেলের দেড় একর জমি

চট্টগ্রামে দখলমুক্ত হলো রেলের দেড় একর জমি
চট্টগ্রামে দখলমুক্ত হলো রেলের দেড় একর জমি

পোস্টকার্ড প্রতিবেদক ।।

চট্টগ্রাম নগরীর সিআরবি ও পাহাড়তলী এলাকায় উচ্ছেদ করা হয়েছে অবৈধ প্রায় ১৭৭টি স্থাপনা। অবৈধ এসব স্থাপনা আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত উচ্ছেদ করা হয়। এর আগে বুধবার (৩০ অক্টোবর) সিআরবি এলাকায় উচ্ছেদ করা হয় থেকে আরো ২৩০টি টিনশেড ও ঝুপড়ি ঘর।

রেলওয়ের সূত্র জানা যায়, আজকের অভিযানে উচ্ছেদ করা হয় সিআরবির কদমতলীর এলাকা থেকে প্রায় ১২০টি ঝুপড়ি ও পাহাড়তলীর জামে মসজিদের আশপাশ থেকে প্রায় ৫৭টি অবৈধ স্থাপনা। প্রায় ১.৫৭ একর পরিমাণ জমি উদ্ধার করা হয়। এছাড়া হালিশহর এলাকায় অবৈধ দখলে থাকা ৪৮টি স্থাপনা উচ্ছেদসহ সাড়ে ৩ একর পরিমাণ জায়গা ২৮ অক্টোবর (সোমবার) উদ্ধার করে রেলওয়ের ভূমি বিভাগ। কেন্দ্রীয় যুবলীগের সহ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের দখলে দীর্ঘদিন ধরে ছিল হালিশহরের বিশাল ওই রেলের জায়গা।

 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক অব্যাহত থাকবে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সেগুন বাগানে আগামী ৪ নভেম্বর এবং ওয়ারলেস মোড় এলাকায় ১০ ও ১১ নভেম্বর চালানো হবে রেলের জায়গা উদ্ধারে ধারাবাহিক অভিযান।