গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠানো বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি আর নেই

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠানো বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি আর নেই
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠানো বিশ্বের সবচেয়ে খাটো মানুষ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক।।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে নাম উঠানো খাগেন্দ্র থাপা গতকাল শুক্রবার মারা গেছেন। পরিবারের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট এমন খবর দিয়েছে।

তার ভাই মহেশ থাপা বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে যাতায়াতের মধ্যে ছিলেন। কিন্তু এবার তার হার্ট আক্রান্ত হয়ে পড়েছিল। আজ (শুক্রবার) তিনি মারা গেছেন।

তার উচ্চতা ছিল ৬৭ দশমিক আট সেন্টিমিটার বা ২ ফুট ২ ইঞ্চি । তবে তিনি হাঁটতে পারতেন। বাবা-মায়ের সঙ্গে তিনি কাঠমান্ডুতে বসবাস করতেন।

প্রসঙ্গত, তিনি ১৯৯১ সালের অক্টোবর মাসে জন্মগ্রহন করেন। ২০১০ সালে তার ১৮তম জন্মদিনে তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ বলে ঘোষণা করা হয়েছিল। পরে নেপালের চন্দ্র বাহাদুর ডাঙ্গির কাছে নিজের রেকর্ড খোয়ান তিনি। তার উচ্চতা ছিল ৫৪ দশমিক ৬ সেন্টিমিটার।

কিন্তু ২০১৫ সালে ডাঙ্গির মৃত্যুর পর নিজের খেতাব ফিরে পান খাগেন্দ্র।