গুগল পাসওয়ার্ড সুরক্ষা বাড়াতে এনেছে নতুন ফিচার

গুগল পাসওয়ার্ড সুরক্ষা বাড়াতে এনেছে নতুন ফিচার
গুগল পাসওয়ার্ড সুরক্ষা বাড়াতে এনেছে নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক, পোস্টকার্ড ডেস্ক।।

গুগল তাদের পরিষেবায় পাসওয়ার্ড সুরক্ষা বাড়াতে এনেছে নতুন ফিচার। এ ফিচারের মাধ্যমে গুগল ব্যবহারকারীরা তাদের পাসওয়ার্ড আরও বেশি সুরক্ষিত রাখতে পারবে বলে জানানো হয় গুগলের পক্ষ থেকে। নতুন এ ফিচারে গুগল একটি অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেকআপ ফিচার যুক্ত করেছে যা সব সংরক্ষিত পাসওয়ার্ড স্ক্যান করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেয়।

নতুন এই পাসওয়ার্ড চেকআপ ফিচারটি ব্যবহার করতে অনুসরণ করতে হবে নিচের ধাপগুলো:  করতে হবে:
১. ব্রাউজার থেকে https://myaccount.google.com -এ প্রবেশ করুন ।
২. আগে থেকে সাইন-ইন করা না থাকলে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করুন।
৩. এখন ‘সুরক্ষা’ বিভাগে নেভিগেট করুন।
৪. নিচে স্ক্রল করুন এবং অন্যান্য সাইটে সাইন-ইন অপশনটি সন্ধান করুন।
৫. পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি নির্বাচন করুন।
৬. পরবর্তী পেজে পরিষেবাটি সক্রিয় করতে ‘গেট স্টার্ট’ –এ ক্লিক করুন। পেজটি গুগল অ্যাকাউন্টে আপনার সব সংরক্ষিত পাসওয়ার্ডের তালিকা প্রদর্শন করবে।