খোলা রাখার নির্দেশ দিলেন ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় সব ব্যাংক শাখা

খোলা রাখার নির্দেশ দিলেন ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় সব ব্যাংক শাখা

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিক এলাকায় অবস্থিত সব ব্যাংক শাখা খোলা রাখার জন্য  । এর ফলে ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্রগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদের সব ব্যাংক শাখা আগামী রোববার থেকে খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চালু থাকবে।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে সৃষ্ট পণ্যজট নিরসনে আমদানি পণ্য দ্রুত খালাসের মাধ্যমে অধিকতর সুবিধা দেওয়ার লক্ষ্যে দেশের প্রধান দু'টি বাণিজ্যিক এলাকা তথা ঢাকার মতিঝিল-দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর শাখা প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চালু রাখতে হবে।

আগামী ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে। এ ছাড়া বাণিজ্যিক এলাকার ব্যাংক শাখাগুলোর দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানানো হয়। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

করোনাভাইরাসের প্রকোপের কারণে সরকারি ছুটির মধ্যে সীমিত আকারে ব্যাংক–সেবা চালু আছে। এর আগে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকিং লেনদেন চালু থাকবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। প্রতিটি জেলা শহরে কমপক্ষে একটি করে শাখা ও পোশাকশিল্প এলাকার সব শাখা খোলা থাকবে। লকডাউন এলাকারও একটি শাখা খোলা রাখতে হবে। পাশাপাশি এসব শাখায় এখন ঋণ মঞ্জুরি ও ঋণ বিতরণ কার্যক্রম চালু থাকবে।