কিশোর বিয়ে করলেন মা–বাবার পছন্দে

কিশোর  বিয়ে করলেন মা–বাবার পছন্দে
শুভেচ্ছা জানাতে এসে কিশোর দাস ও স্নিগ্ধা দাসের সঙ্গে বন্ধুরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া‘

বিনোদন ডেস্ক।।

শুক্রবার সকালে কিশোর দাস বললেন, এখন তিনি আছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে, নিজ বাড়িতে। সঙ্গে আছেন নববধূ স্নিগ্ধা দাস। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর লেডিজ ক্লাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্নিগ্ধা দাস কিশোরগঞ্জের মেয়ে। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছেন।

 

রাজধানীর ইস্কাটন লেডিজ ক্লাবে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোর দাস ও স্নিগ্ধা দাসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর ইস্কাটন লেডিজ ক্লাবে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোর দাস ও স্নিগ্ধা দাসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবি: সংগৃহীত

এর আগে আমন্ত্রণ জানাতে এসে কিশোর দাস বলেছেন, ‘আমাদের বিয়ে কিন্তু পরিবার থেকে ঠিক করা হয়েছে।’ মা–বাবার পছন্দে বিয়ে করলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক।

বিয়ের পরের অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘বউয়ের মুখ এখনো ভালো করে দেখতে পারিনি। সারা রাত ছিলাম ইস্কাটন লেডিজ ক্লাবে। সেখানে বিয়ের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ ভোরে সীতাকুণ্ডের উদ্দেশে রওনা দিই। গাড়িতে ঘুমিয়েছি।’

জানালেন, আজ শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে তাঁর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। এরপর আগামী সোমবার চট্টগ্রামের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২০০৬ সালের প্রতিযোগী ছিলেন কিশোর দাস। এরই মধ্যে সংগীতের অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু এ প্রজন্ম নয়, এর আগে দুই প্রজন্মের শিল্পীদের কাছে খুবই পছন্দের তিনি।

তাই রাতে সংগীত অঙ্গনের অনেকেই এসেছিলেন কিশোর দাসকে শুভেচ্ছা জানাতে, আশীর্বাদ করতে। তাঁদের মধ্যে ছিলেন নকিব খান, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, প্রিন্স মাহমুদ, রবি চৌধুরী, শওকত আলী ইমন, মাহমুদ জুয়েল, আসিফ আকবর, ধ্রুব গুহ, ইজাজ খান স্বপন, তানভীর খান, কৌশিক হোসেন তাপস, শফিক তুহিন, বালাম, কনা, প্রতীক হাসান, জয় শাহরিয়ার, জুয়েল মোর্শেদ জু, মাহাদী, এলিটা, রাজীব, নিশিতা, মেহরাব, সালমা, মুহিন, পুলক, পুতুল, সাব্বির, রন্টি, পারভেজ, লিজা, রাফাত, নিশিতা, ইমরান, কোনাল, পরাণ, অনুপমা মুক্তি, কর্নিয়া, পূজা, সারোয়ার শুভ প্রমুখ। এ ছাড়া আরও ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও উপস্থাপক।

সুত্রঃ প্রথম আলো ।