কাল থেকে আরব আমিরাতে বসন্ত উৎসব

কাল থেকে আরব আমিরাতে বসন্ত উৎসব
কাল থেকে আরব আমিরাতে বসন্ত উৎসব

পোস্টকার্ড ডেস্ক ।।

কাল ১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পী ও সাংবাদিক সম্মাননা আরব আমিরাতের শারজা ইবান হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী এবং কমিউনিটি নেতৃবৃন্দ এ আয়োজনের মূল উদ্যোক্তা। সার্বিক সহযোগিতায় থাকবেন প্রবাসে অবস্থানরত সাংবাদিক এবং শিল্পীরা। গত শনিবার রাতে এ উপলক্ষে প্রস্তুতি সভা দুবাইয়ের ফুড ভিলেজ রেস্টুরেন্টে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সুনিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। ইউএই বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র বর্তমান সভাপতি সাংবাদিক সিরাজুল হক, সাংস্কৃতিক সংগঠক ইমাম হোসেন পারভেজ, বাংলা টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি, বাংলাদেশ শিল্পী সমিতি ইউএই’র সভাপতি জাবেদ আহমেদ মাসুম, প্রবাস মেলার আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক, আলোকিত সকালের দুবাই প্রতিনিধি সানজিদা ইসলাম, মিসেস আরিফা, আওয়ামী লীগ নেতা আবদুল আউয়াল, সংগঠক শাহেদুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আগামী ১৩ ফেব্রুয়ারিবসন্ত উৎসবের এ আয়োজন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি