করোনা ভাইরাসের কারণে চীনে আটকাদের ফেরানোর সিদ্ধান্ত

করোনা ভাইরাসের কারণে চীনে আটকাদের ফেরানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক ।।

জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে দেশে ফিরিয়ে এনে আশকোনার হজক্যাম্পে কোয়ারেনটাইনে রাখা ৩১২ বাংলাদেশি সুস্থ আছেন। দুই সপ্তাহের পর্যবেক্ষণ শেষে আজ শুক্রবার থেকে তারা বাড়ি ফিরতে পারবেন। গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) বিমসটেক ট্র্যাডিশনাল হেলথ কেয়ার এক্সপোতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি বিশেষ ফ্লাইেটে চীনের উহান থেকে ৩১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ৮ জনের শরীরে জ্বর থাকায় ভর্তি করা হয় ঢাকার দুটি হাসপাতালে। বাকিদের রাখা হয়েছিল আশকোনা হজক্যাম্পে ১৪ দিনের কোয়ারেনটাইনে। চীনফেরত এসব বাংলাদেশির কোয়ারেনটাইন পিরিয়ড শেষ পর্যায়ে আছে। এখানে আর কোনো সমস্যা নেই। তাদের সবাই ভালো আছেন। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।’

চীনে এখনো যে বাংলাদেশিরা আটকা আছেন তাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে এক প্রশ্নের উত্তের তিনি বলেন, ‘চীন থেকে বাংলাদেশি আর কাউকে দেশে আনা হবে কিনা, এর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের; এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে তাদের দেশে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত।’ করোনা প্রতিরোধে বাংলাদেশের সব প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘ইতোমধ্যে এর জন্য প্রস্তুত রাখা হয়েছে তিনটি হাসপাতাল। সেখানে চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট কুয়েত-মৈত্রী হাসপাতালকে। সেখানে ১০টি আইসিইউ বেডও তৈরি করে রাখা হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা আক্রান্ত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই কেউ গুজবে কান দেবেন না। বিশেষ করে আমার অনুরোধ, মিডিয়া যেন শতভাগ নিশ্চিত না হয়ে এ ধরনের কোনো সংবাদ প্রকাশ না করে। এমনটা না করলে জনগণ আতঙ্কিত হবে। দেশে আসা প্রতিটি ব্যক্তিকে যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’