কমিউনিটি রেডিও 'সাগরগিরি'র করোনা মোকাবিলায় বিশেষ অনুষ্ঠান

কমিউনিটি রেডিও 'সাগরগিরি'র করোনা মোকাবিলায় বিশেষ অনুষ্ঠান
কমিউনিটি রেডিও সাগরগিরি'র করোনা মোকাবিলায় বিশেষ অনুষ্ঠান

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডের মানব উন্নয়ন কেন্দ্রে অবস্থিত কমিউনিটি রেডিও সাগরগিরি-৯৯.২ এফএম বিরতিহীনভাবে করোনাভাইরাস সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতে সমপ্রচার করছে বিশেষ অনুষ্ঠান।

সমপ্রচারিত জনসচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছে- করোনা ভাইরাস কি? কেন ছড়ায়, কিভাবে ছড়ায়, রোগীর লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে তথ্য প্রদান করা। বিষয়গুলো পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, কথিকা, স্পট, জিঙ্গেল, নাটিকা, আলোচনা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সাক্ষাতকার ইত্যাদি মাধ্যমে প্রচার করা হচ্ছে।

রেডিও সাগরগিরির অনুষ্ঠান সমন্বয়কারী সঞ্জয় চৌধুরী জানান, প্রতিদিন ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। রেডিও সাগরগিরিতে অনুষ্ঠান সমপ্রচারের ফলে গ্রামীণ জনপদে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিলো তা কমতে শুরু করেছে। শ্রোতারা ফোন কল এবং ক্ষুদে বার্তা প্রেরণের মাধ্যমে সমপ্রচারিত অনুষ্ঠানে বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছে। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এই সচেতনতামূলক সমপ্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

সাগরগিরি পরিচালনাকারী ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, গ্রামীণ জনগণকে করোনাভাইরাসের মহামারী সম্পর্কে অবহিত করা প্রয়োজন। এছাড়াও করোনা মোকাবিলায় সরকার, নাগরিক সমাজ, স্বাস্থ্যকর্মী এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, করোনাভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন করতে রেডিও সাগরগিরি ব্যাপক ভুমিকা পালন করছে। তারা সচেতনতামুলক অনুষ্ঠান প্রচার করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে ভাইরাস মোকাবেলা করতে হবে। এলাকার বাসিন্দাদের সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকতে হবে।