কোনো মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, চাঁদাবাজের আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই হবে না - দিদার

কোনো মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, চাঁদাবাজের আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই হবে না - দিদার

কোনো মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, চাঁদাবাজের আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই হবে না। মানুষকে হয়রানি করে এমন কাউকে কমিটিতে রাখা হবে না। বর্তমান সরকার দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন ভাতা দিয়ে আসছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সীতাকুণ্ডের উন্নয়নে কাজ করতে হবে।
গত শুক্রবার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এবং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড আসনের সদস্য সদস্য দিদারুল আলম এসব কথা বলেন। কাউন্সিল অধিবেশনে বেলাল হোসেনকে সভাপতি এবং মো. মনির আহমেদকে সাধারণ সম্পাদক করে সোনাইছড়ি ইউনিয়ন এবং আরিফুল আলম রাজুকে সভাপতি ও মোহাম্মদ শাহাজানকে সাধারণ সম্পাদক করে বাঁশবাড়িয়া ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন করা হয়। এর আগে অতিথিদের সাথে নিয়ে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং বারআউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন দুই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকবৃন্দ।
কাউন্সিল অধিবেধনের সভাপতিত্বে করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সন্মেলন সমন্বয়কারী প্রধান এড্‌ভোকেট ফখরুদ্দিন চৌধুরী। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া পরিচালনায় কাউন্সিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, সহ-দপ্তর সম্পাদক আলাউদ্দিন সাবেরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, সদস্য মোহাম্মদ ইদ্রিস, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, যুগ্ন সম্পাদক আ.ম.ম দিলশাদ, যুগ্ন সম্পাদক রেহান উদ্দিন রেহান, এইচ এম তাজুল ইসলাম নিজামী, মোহাম্মদ আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, শওকত আলী জাহাঙ্গীর প্রমুখ ।