কক্সবাজারে মসজিদে ঢুকে মুসল্লীকে কোপালো দুর্বৃত্তরা

কক্সবাজার প্রতিনিধি ।।

কক্সবাজারে মসজিদে ঢুকে মুসল্লীকে কোপালো দুর্বৃত্তরা
কক্সবাজারে মসজিদে ঢুকে মুসল্লীকে কোপালো দুর্বৃত্তরা

জুমার নামাজ চলাকালে কক্সবাজার সদরের খরুলিয়ায় মসজিদের ভেতরে ঢুকেই নামাজরত এক মুসল্লীকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় মাদক ব্যবসায়ীচক্র। পূর্বশত্রুতার জের ধরে গতকাল শুক্রবার খরুলিয়া এলাকার সুতারচর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত আব্দুল মালেক (৩২) স্থানীয় ছুরুত আলমের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার নিজ গ্রামের মসজিদে জুমার নামাজ আদায় করতে যায় আবদুল মালেক। যথারীতি জুমার নামাজ শুরুর পর সবাই রুকুতে গেলে সন্ত্রাসীরা মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় তাকে কোপাতে শুরু করে। এসময় তার চিৎকারে আশেপাশের মুসল্লীরা মসজিদ থেকে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সোলতান ও সদর থানার একদল পুলিশ।
ইউপি চেয়ারম্যান টিপু সোলতান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, একই গ্রামের চিহ্নিত মাদক সম্রাট ইউসুফ আলীর ছেলে শীর্ষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী এবং দেড় ডজন মামলার পলাতক আসামি রাজা মিয়া, তার তিন সহোদর ওসমান গনি, নবাব মিয়া এবং আকাশসহ ৫/৬ জনের একদল দুর্বৃত্ত রামদা নিয়ে মসজিদে ঢুকে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী।
এদের গ্রেপ্তারের জন্য ছয় মাস আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও পুলিশ সুপারের কাছে অনুরোধ করা হয়। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এরা আরও বেপরোয়া হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।