ওস্তাজুল ওলামা আল্লামা নুরুল ইসলাম হাশেমীর জানাজা রাত ৯ টায়,কবর হবে স্ত্রীর পাশেই

ওস্তাজুল ওলামা আল্লামা নুরুল ইসলাম হাশেমীর জানাজা রাত ৯ টায়,কবর হবে স্ত্রীর পাশেই

পোস্টকার্ড ডেস্ক ।।

ওস্তাজুল ওলামা,আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী'র (৯৩) জানাজা রাত ৯ টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর পারিবারিক সূত্র।

নিজ বাস ভবনের মাঠে জানাজা শেষে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হবেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাত ৯ টায় দরবারে হাশেমীয়া আলিয়া শরিফে তার বড় পুত্র শাহজাদা কাজী মুহাম্মদ আবুল বয়ান হাশেমী মরহুমের জানাজার নামাজ পড়াবেন। আল্লামা হাশেমীর শেষ ইচ্ছা মতে প্রথম দফায় একবার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, করোনা কালে সামাজিক ও শারীরিক দুরুত্ব মেনে সুরক্ষিত ব্যবস্থাপনায় তার জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুত্র শাহজাদা কাযী ফোরকান হাশেমী।

তিনি জানান, আল্লামা হাশেমীর জানাজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)'র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এদিকে, আল্লামা হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শোকবার্তায় মেয়র বলেন, প্রিয়নবীর সুন্নাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন আল্লামা হাশেমী। এ মহান ব্যক্তিত্ব নিজেই হয়ে ওঠেন অনুপম অনুসরণীয় আদর্শ । আলেমকুলের এ শিরোমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ইমাম হিসেবেও উপমহাদেশে অতুলনীয় স্থান গড়ে নেন।

আল্লামা হাশেমীর ছাত্র ইরফানুল ইসলাম ইশান বলেন, 'করোনা প্রকোপ না থাকলে হুজুরের জানাজা অনেক বড় পরিসরে অনুষ্ঠিত হতো। উপমহাদেশের বিখ্যাত একজন আলেম তিনি'।

এছাড়া আল্লামা হাশেমীর প্রতি শ্রদ্ধা ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এম মনজুর আলম, নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী, সদস্যসচিব শেখ মুজিব আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ জুন) ভোর পাঁচটার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা হাশেমী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বার্ধক্যজনিত নানা রোগসহ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (৩০ মে) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল্লামা হাশেমী।