এসএসসির ফলাফল : সন্দ্বীপে পাশের হার ৮৩.৯০, জিপিএ ৫ পেয়েছে ২০৮ জন

এসএসসির ফলাফল : সন্দ্বীপে পাশের হার ৮৩.৯০, জিপিএ ৫ পেয়েছে ২০৮ জন
এসএসসির ফলাফল : সন্দ্বীপে পাশের হার ৮৩.৯০, জিপিএ ৫ পেয়েছে ২০৮ জন

হাসান মাসুম , সন্দ্বীপ ।।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ২০২২ সালের ২৮ টি স্কুল , ৪ টি ভোকেশনাল, ও ১১ টি মাদ্রাসার এস এস সি ভোকেশনাল দাখিল পরিক্ষায় মোট পরিক্ষার্থী ৩৭২০ জন, পাস করছে ৩১২১ জন, জিপিএ ৫ পেয়েছে ২০৮ জন, ফলাফল অনুযায়ী দেখা যায়

১. রহমতপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২০৭ জন পাস করছে ১১৪ জন পাশের হার ৫৫.০৭% জিপিএ-৫ পেয়েছে ০১জন

২. কাটঘর গোলাম নবী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১০৩ জন পাস করছে ৯৭ জন পাসের হার ৯৫.১০% জিপিএ-৫ পেয়েছে ০২ জন

৩. আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৫৯ জন পাস করছে ৪৯ জন পাসের ৮৪.৪৮% জিপিএ-৫ পেয়েছে ০৩ জন

৪. পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮৮ জন, পাস করছে ৭৪ জন পাশের হার ৮৪.০৯ জিপিএ-৫ পেয়েছে ০৪ জন

৫. কার্গিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়( সংযুক্ত সন্দ্বীপ আনন্দ পাঠশালা) পরিক্ষার্থী ১১২ জন পাস করছে ১১০ জন পাশের হার ৯৮. ২১% জিপিএ-৫ পেয়েছে ৫০ জন

৬. মাঈটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৭ জন পাস করছে ৬২ জন পাশের ৯২.৫৪% জিপিএ-৫ নেই

৭. মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১৮ জন পাস করছে ১১৩ জন পাশের হার ৯৫.৭৬% জিপিএ-৫ পেয়েছে ০৮জন

৮. মগধরা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৩৬ জন করছে ১২৪ জন পাশের হার ৯১.১৮% জিপিএ-৫ পেয়েছে ১১জন

৯. মুছাপুর হাজি আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৯৩ জন পাশ করছে ১২০ জন পাশের হার ৬২. ১৮ % জিপিএ-৫ পেয়েছে ০৯ জন

১০. জেবেন নুর সুলতান উচ্চ বিদ্যালয় ৮৬.৮৭% জিপিএ-৫ পেয়েছে ৭জন

১১. পূর্ব সন্দ্বীপএনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮৩ জন পাস করছে ৫০ জন পাশের হার ৬০.২৪% জিপিএ-৫ নেই

১২. আজিমপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৪১ জন পাশ করছে ৩৯ জন ৯৫.১২% জিপিএ-৫ পেয়েছে ০১জন

১৩. গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৫৪ জন পাস করছে ১৪৭ জন ৯৫.৪৫% জিপিএ-৫ পেয়েছে ১২ জন

১৪. এ কে একাডেমি পরিক্ষার্থী ১৭৪ পাস করছে ১৬৪ পাসের হার ৯৪.২৫% জিপিএ-৫ পেয়েছে ১৫ জন

১৫. সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৮৯ জন পাস করছে ১৭২ জন পাসের হার ৯১.০১% জিপিএ-৫ পেয়েছে ২৫ জন

১৬. সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬১ জন পাস করছে ৫৫ জন ৯১.৬৭% জিপিএ-৫ নেই

১৭. সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২১৭ পাস করছে ১৪২ জন পাসের হার ৬৫.৪৪% জিপিএ-৫ পেয়েছে ০৭জন

১৮. সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৫৫ জন পাস করছে ৫৪ জন ৯৮.১৮% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন

১৯. সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১৪ জন পাস করছে ৬১ জন পাসের হার ৫৩.৯৮% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন

২০. মোমেনা সেকান্দর বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৫ জন পাস করছে ০৮ জন পাসের হার ৫০.০০% জিপিএ-৫ পেয়েছে নেই

২১. দক্ষিণ -পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১২৮ জন পাস করছে ১০৪ জন পাসের হার ৮১.২৫% জিপিএ-৫ পেয়েছে ০৩ জন

২২. কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১১ জন পাস করছে ১০৩ জন পাসের ৯২.৭৯% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন

২৩. বাউরিয়া গোলাম খালেক একাডেমি পরিক্ষার্থী ১২৩ জন পাস করছে ১১৯ জন পাসের হার ৯৬.৭৫% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন

২৪. মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১০৮ জন পাস করছে ৯৪ জন পাসের হার ৮৭.০৪% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন

২৫. সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৩ জন পাস করছে ৪৮ জন পাসের হার ৭৬.১৯% জিপিএ-৫ পেয়েছে ০১ জন

২৬. দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৯১ জন পাস করছে ৫৫ জন পাসের হার ৬০.৪৪% জিপিএ-৫ পেয়েছে ০১ জন

২৭. কাজী আফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১২৪ জন পাস করছে ১০৫ জন পাসের হার ৮৬. ০৭% জিপিএ-৫ পেয়েছে ০১ জন

২৮. কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন পরিক্ষার্থী ২৫ জন পাস করছে ২২ জন পাসের ৮৮% জিপিএ ৫ নেই।৷ এস এস সি ভোকেশনাল

১. পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১০১ জন পাস করছে ৮৯ জন পাশের হার ৮৮.১০ জিপিএ ৫ পেয়েছে ০৪ জন

২. সাউথ সন্দ্বীপ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৪৮ জন পাস করছে ৪৬ জন পাসের হার ৯৫.৮৩ জিপিএ ৫ পেয়েছে ০৫ জন

৩. মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৯ জন পাস করছে ৬৬ জন পাসের হার ৯৬.৬৫ জিপিএ ৫ নেই

৪. পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া দাখিল মাদ্রাসা (দাখিল ভোকেশনাল) পরিক্ষার্থী ০৮ জন পাস করছে ০৪ জন পাসের হার ৫০ জিপিএ ৫ নেই

১. বশিরিয়া আহমেদীয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪৪ জন পাস করছে ৩৯ জন পাসের হার ৮৮.৬৪ জিপিএ ৫ নেই

২. কাটঘড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪৭ জন পাস করছে ৩৯ জন পাসের হার ৮২.৯৮ জিপিএ ৫ নেই

৩.সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৩৩ জন পাস করছে ২৮ জন পাসের হার ৮৪.৮৫ জিপিএ ৫ পেয়েছে ০৫ জন

৪.সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৮২ জন পাস করছে ৬৮ জন পাসের হার ৮২.৯৩ জিপিএ ৫ পেয়েছে ০৪ জন

৫. হাজী আবদুল মালেক ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৫৯ পাস করছে ৫৪ জন পাসের হার ৯১.৫৩ জিপিএ ৫ নেই

৬. সন্দ্বীপ মহিলা দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ২১ জন পাস করছে ২০ জন পাসের হার ৯৫.২৪ জিপিএ ৫ পেয়েছে ০২ জন

৭. পূর্ব সন্দ্বীপ শাহাআলামীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ২১ জন পাস করছে ১৭ জন পাসের ৮০.৯৫ জিপিএ ৫ নেই

৮.পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪২ জন পাস করছে ৩২ জন পাসের হার ৭৬.১৯ জিপিএ ৫ নেই

৯. মুছাপুর শেখ মুহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪২ জন পাস করছে ৩০ জন পাসের হার ৭১.৪৩ জিপিএ ৫ নেই

১০.সারিকাইত মমতাজুল ইসলাম দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৩৫ জন পাস করছে ২৪ জন পাসের হার ৬৮.৫৭ জিপিএ ৫ নেই

১১ ডাঃ আহমদ উল্যাহ সালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ১০ জন পাস করছে ১০ জন পাসের হার ১০০ জিপিএ ৫ নেই।

খালেদ / পোস্টকার্ড;