এটিএম বুথে জাল টাকা পেলে যা করবেন

পোস্টকার্ড ডেস্ক ।।

এটিএম বুথে জাল টাকা পেলে যা করবেন
 
বুথ থেকে টাকা তুলতে গিয়ে জাল টাকা পেয়েছেন অনেকেই। জাল টাকা পেলে কি করবেন জানেন? চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই এটিএম বুথ থেকে যদি নকল টাকা পান তবে তৎক্ষণাৎ এটিএম বুথের গার্ডকে বিষয়টি অবহিত করুন। এবার গার্ডকে বলে সেখানে থাকা রেজিস্টার্ড বইতে আপনার নকল টাকা পাওয়ার সময় এবং আপনার বিষয় বিস্তারিত লিখিয়ে নিন। এবার আলাদা একটি কাগজে গার্ডকে দিয়ে সই নিয়ে আপনি এই বুথেই নকল টাকা পেয়েছেন তা নিশ্চিত করুন। এবার পাশর্^বর্তী থানায় গিয়ে নকল টাকা কোন বুথে পাওয়া গেছে তার বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করুন। এবার সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে চলে যান। তাদের নকল টাকা দেখিয়ে টাকায় জাল নোট এই সিল লাগিয়ে নিয়ে আলাদা রসিদ বইতে লিখিয়ে নিন। নকল টাকার বিষয়ে এবং কোন বুথে পেয়েছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য লিখিয়ে নিন। এসব কাজগুলো ঠিকমতো করার পর ব্যাংক আপনাকে নকল টাকার বিপরীতে আসল টাকার নোট দেবে। আপনার সাবধানতা এবং সচেতনতাই পারে নকল টাকা থেকে আপনাকে এবং অন্যকে নিরাপদে রাখতে।