একদিনেই আনোয়ারায় আক্রান্ত ১৫ জন, ঈদের পর করোনা রোগী বেড়েছে ৪গুণ

একদিনেই আনোয়ারায় আক্রান্ত ১৫ জন, ঈদের পর করোনা রোগী বেড়েছে ৪গুণ

আনোয়ারা প্রতিনিধি।।

ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনা আনোয়ারায় । ঈদের পর স্বাভাবিক কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ গুণ। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গতকাল শনিবার একদিনেই ১৫জন সনাক্তের তথ্য মিলেছে। এর মধ্যে আনোয়ারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ ডাক্তার, ১ পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ পরিবারের ২ সদস্যও রয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ জন। অথচ ৩০ মে আনোয়ারায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১০জন।

সূত্র জানায়, আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টাইনেই ছিল। আক্রান্তদের ৫ জন সুস্থ হয়ে উঠেছেন। নমুনা দিয়ে এখনো রিপোর্টের অপেক্ষায় আছেন ৩০জন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বৃহস্পতিবার আনোয়ারা থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে পাঠালে তার মধ্যে ১৫ জনের পজেটিভ আসে। আর শুক্রবার নতুন করে আরো ৩০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। শনিবার পজেটিভ রিপোর্ট আসা আক্রান্তরা হলেন বারখাইন ইউনিয়নের হাজীগাঁও ২ নং ওয়ার্ডের বাসিন্দা ২৬ বছর বয়সী যুবক, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পুরুষ ও একজন মহিলা চিকিৎসক, তৈলারদ্বীপ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী মেডিকেল অফিসার, স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ বছর বয়সী অফিস সহকারী, বটতলী ইউনিয়নের আইরমঙ্গল ৭ নং ওয়ার্ডের ৬৩ বছর বযসী একজন, উপজেলার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তার ২৬ বছর বয়সী স্ত্রী, তার ৩ বছর বয়সী মেয়ে, হাইলধরের বাসিন্দা চট্টগ্রাম চকবাজার পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত এক এসআই, উপজেলা খাদ্য অফিসের এক কর্মকর্তা, পূর্ব বারখাইনের ৬৪ বছর বয়সী একজন, ৩৫ বছর বয়সী এক মহিলা, বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ পাড়ার বাসিন্দা ২৯ বছর বয়সী ইয়ংওয়ানের এক কর্মকর্তা, উত্তর বন্দর এলাকার একজন ও বটতলী সোনালী ব্যাংকের ৩৭ বছর বয়সী এক কর্মকর্তা। এ নিয়ে আনোয়ারায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়াল। আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং শারীরিকভাবে অনেকটা সুস্থ বলে জানা গেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, করোনায় আক্রান্তরা চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পুলিশ সার্বক্ষণিক তাঁদের খোঁজ খবর নিচ্ছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন জানান, আনোয়ারায় ৩৯ জনের মধ্যে ১৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে উপজেলায় ৪০ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তিনি আরো জানান, নতুনভাবে ৩০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।