এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি নেওয়া নি‌ষেধ, ভর্তি নীতিমালা না মানলে ব্যবস্থা

এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি নেওয়া নি‌ষেধ, ভর্তি নীতিমালা না মানলে ব্যবস্থা

মুহাম্মদ মহিউদ্দিন ।।

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জানুয়ারিতে শুরু হচ্ছে ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। স্কুলে ভর্তি ও সেশনসহ অন্যান্য ফি বেশি নেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বেসরকারি স্কুল ভর্তি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী ভর্তির ক্ষেত্রে চট্টগ্রামসহ অন্যান্য মহানগরগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার টাকার বেশি নিতে পারবে না বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এছাড়া এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকেও পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। অন্যান্য মহানগরের পাশাপাশি চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি খাতেও কোনো অর্থ নিতে পারবে না শিক্ষার্থীদের কাছ থেকে।

২০২০ শিক্ষা বর্ষে নতুন ভর্তি ও সেশনসহ অন্যান্য ফি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করতে হবে। নীতিমালার বাইরে গেলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ভর্তি বাণিজ্যের’ বা নীতিমালা বহির্ভূত অর্থ আদায়ের তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি’র নামে অতিরিক্ত অর্থ দাবি করলে জেলা প্রশাসনের শিক্ষা শাখায় অভিযোগের পরামর্শ দিয়েছেন তিনি।

প্রতিবছর ভর্তি মৌসুমে কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অজুহাতে নীতিমালার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে। ইংলিশ মিডিয়ামসহ বিভিন্ন বেসরকারি স্কুলে গত বছরও নতুন ভর্তির ক্ষেত্রে ইচ্ছেমতো ফি আদায় করা হয়েছে। এছাড়াও পুনঃভর্তি, বিবিধ খাত বা অন্যান্য নামে অভিভাবকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় হয়।
২০১৮ সালের বেসরকারি স্কুল/স্কুল এন্ড কলেজে মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় বলা হয়েছে, সেশ চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না। নীতিমালায় আরো বলা হয়েছে, একই শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সেশন চার্জ নেয়া গেলেও পুনঃভর্তির ফি নেয়া যাবে না।

নীতিমালার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও সেশনসহ অন্যান্য ফি আদায়ে সরকারি বিধিবিধান অনুসরণ করা না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত ৩০ ডিসেম্বর অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন এ সংক্রান্ত আদেশ জারি করেন।

এ সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক বলেন, প্রতি বছর শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ভর্তি নীতিমালার বাইরে অতিরিক্ত অর্থ দাবি করে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভর্তির নামে অতিরিক্ত অর্থ দাবি বা আদায়ের তথ্য পেলে প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর এ ব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি আমার রুমে এসে অভিযোগ জানাতে পারবেন।
ভর্তি সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়- মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্তি প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২০১৬ সালের (সংশোধিত) পরিপত্র এবং ২০১৮ সালের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। সরকারি স্কুল এবং স্কুল এন্ড কলেজের জন্য ২০১৬ সালে জারি করা পরিপত্র (সংশোধিত) অনুযায়ী এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০১৮ সালের ভর্তি নীতিমালা বহির্ভূত অর্থ আদায় সংক্রান্ত কোনও অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদেরও এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।