ঈদগাহ মাঠ নিয়ে যড়যন্ত্রের বিরুদ্ধে সীতাকুণ্ড মান্দারীটোলা এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

ঈদগাহ মাঠ নিয়ে যড়যন্ত্রের বিরুদ্ধে সীতাকুণ্ড মান্দারীটোলা এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে শত বছরের ঐতিহ্যবাহী মান্দারীটোলা ঈদগাহ মাঠ দখলের চেষ্টা করছে একটি ভূমিদস্যু চক্র। তারই প্রতিবাদে বিশাল এক সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত ঈদগা মাঠে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ইসলামী ব্যাংকের পরিচালক প্রফেসর ড. ফসিউল আলম।

ঈদগাহ কমিটির সভাপতি ও বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. হানিফের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সাধারন সম্পাদক দিদারুল আলম, চট্টগ্রাম সিটি কলেজের প্রভাষক মাসুম মুকুল, এডভোকেট শওকাতুল আলম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, স্থানীয় মেম্বার জামাল উল্যাহ, জসিম উদ্দীন, আব্দুল্যাহ আল ফারুক, ওয়াছি বাবলা, কামরুল হাসান ও ইলিয়াছ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শত বছরের ঈদগাহ মাঠ একটি ভুমি দস্যু চক্র দীর্ঘদিন ধরে দখল করার চেষ্টা করে আসছে। এই চক্রটি ঈদগাহ কমিটির লোকজনকে মামলা দিয়ে হয়রানি করছে যা স্পর্শকাতর একটি বিষয়। তিনি প্রশাসনের প্রতি ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।