আল্লামা নুরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের শোক

আল্লামা নুরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের শোক
আল্লামা নুরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের শোক

পোস্টকার্ড ডেস্ক।।

দেশবরেন্য আলেমে দ্বীন, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আল্লামা শাহসূফী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমীর (৯৩) মৃত্যুতে গভীর শোক করেছেন হযরতুলহাজ্ব শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

এক শোকবার্তায় তিনি বলেন, ওলামায়ে কেরামের অজানা বিষয় জেনে নেয়ার কেন্দ্রস্থল ও ইলমে আশ্রয়স্থল ছিলেন আল্লামা কাজী নুরুল ইসলাম। তাঁর মৃত্যুতে ওলামায়ে কেরাম সত্যিকার অর্থেই একজন সুযোগ্য অভিভাবক হারাল। তিনি হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র দরবারের সাথে আজীবন আত্মার সম্পর্ক রেখেছিলেন।

তিনি আরো বলেন, আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র শান-আযমত অকুণ্ঠ চিত্তে তুলে ধরেছিলেন বক্তব্যে, লেখনীতে। এছাড়াও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র একান্ত সোহবত ও অনুগ্রহ লাভের সৌভাগ্যও অর্জন করেছিলেন। আল্লামা হাশেমী (রহ্.) ছিলেন সত্যিকারভাবেই দ্বীনি ইলমের একটি আলোক মশাল।

এছাড়াও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’এর এই ম্যানেজিং ট্রাস্টি ওই শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।-বিজ্ঞপ্তি