আরও ২০৬ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে, মোট আক্রান্ত ৩৩৫৭ জন

আরও ২০৬ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে, মোট আক্রান্ত ৩৩৫৭ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

আজ আরও ২০৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় । চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানিয়েছেন, মঙ্গলবার (২ জুন) চারটি ল্যাবে মোট ৬২১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২০৬ জন। এর মধ্যে ১১৯ জন মহানগরের এবং ৮৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৮৭ জন। যাদের ৭৪ জন নগরের এবং ১৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

অন্যদিকে ফৌজদারহাটের বিশেষায়িত ল্যাব বিআইটিআইডিতে ২৫২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৯ জন। এর মধ্যে ৩৬ জন নগরের এবং ২৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

এছাড়া সিভাসু ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৯ জন। এর মধ্যে নগরের ৯ এবং উপজেলায় ৫০ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার চট্টগ্রামের একজন নমুনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম নগরীতে শনাক্ত ২০৬ জন করোনা রোগীর পাশাপাশি চট্টগ্রামের পটিয়ায় সর্বাধিক ৪৯ জন, বাঁশখালীতে ১২ জন, হাটহাজারীতে ১০ জন, সীতাকুণ্ডে ৩ জন, ফটিকছড়িতে ৮ জন, মিরসরাইয়ে একজন, রাউজানে ৩ জন ও লোহাগাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট আক্রান্তদের মধ্যে আরও ১৫ সদস্য সুস্থ হয়েছেন উল্লেখ করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের ২৪২ জন রোগী সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮০ জনের।