আনোয়ারায় পিতার নামে স্কুল স্থাপন , আবেগাপ্লুত ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি ।।

আনোয়ারায় পিতার নামে স্কুল স্থাপন , আবেগাপ্লুত ভূমিমন্ত্রী
আনোয়ারায় পিতার নামে স্কুল,আবেগাপ্লুত ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নিজের এলাকা আনোয়ারা ও কর্ণফুলী এলাকার বর্তমান সংসদ সদস্য তারই বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। যিনি ভূমিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করছেন। আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে গতকাল শনিবার আনোয়ারার পশ্চিম বরুমছড়ায় একটি উচ্চ বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছিলেন আবেগাপ্লুত।
তিনি বলেন, আমার পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবু তাঁর জীবণে সব সময় একটি কথা বলতেন, বরুমচড়া হচ্ছে আমার দ্বিতীয় জন্মস্থান। পশ্চিম বরুমচড়ায় আমার মরহুম পিতার নামে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে সকল জমিদাতা, দাতাসদস্য ও উদ্যোক্তাসহ এলাকাবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা ও দায় আরো বেড়ে গেল। আজ আমার জীবনের একটি স্মরণীয় একটি দিন। আমার মরহুম পিতাকে চির স্মরণীয় করে রাখতে বরুমচড়াবাসী দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এটা আমার ও আমার পরিবারের জন্য বড় আনন্দের দিন। আমি বিশ্বাস করি এ বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্যদিয়ে আখতারুজ্জামান চৌধুরী বাবু এ এলাকার মানুষের মাঝে ঘরে ঘরে বেঁচে থাকবেন। পশ্চিম বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক আনোয়ারা উপজেলা চেয়ারমান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিদ্যালয়ের জমিদাতা জসিম উদ্দিন আমজাদী ও জমিদাতা রুহুল আমীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারন সম্পাদক এমএ মালেক, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, জমিদাতা শামসুল ইসলাম চৌধুরী, স্কুলের আজীবণ সদস্য আজিজুল হক (নসু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, প্রধান শিক্ষক নাছির উদ্দিন, জমিদাতা এম.এম. ই.হোসেন, উদ্যোক্তা মাস্টার জসিম উদ্দিন,আখতার হোসেন, মো. আলী, জমিদাতা মো. ইসহাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বারশত ইউপি চেয়ারাম্যান এমএ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারমান মো. ইয়াছিন হিরু, বারখাইন ইউপি চেয়ারমান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, উপজেলা আওয়ামীলীগেরে এডহক কমিটির সদস্য কলিম উদ্দিন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, আওয়ামীলীগ নেতা আজাদ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সমপাদক মিজানুর রহমান সেলিম প্রমুখ।
ভূমিমন্ত্রী বলেন, এ বিদ্যালয়টি হবে রাজনীতিমুক্ত, দলমত নির্বিশেষে অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মানসম্মত শিক্ষা ব্যবস্থায় আনোয়ারায় মডেল উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আর এ বিদ্যালয়টি পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন আমার ও পরিবারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।