আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিএমপি'র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিএমপি'র কঠোর নিরাপত্তা ব্যবস্থা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিএমপি'র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশেপাশের এলাকাজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয় গত রাত নয়টার পর থেকেই।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. আবু বকর সিদ্দিক বলেন, একুশের প্রথম প্রহর থেকেই নগরজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। সিএমপির নির্ভরযোগ্য সূত্রমতে গত রাত নয়টার পর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় রাইফেল ক্লাব, নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনসহ আশেপাশের এলাকায় অবস্থান নেয় পুলিশ। রাত নয়টার পর থেকেই শহীদ মিনারে আড়াই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে শহীদ মিনারে যারা ফুল দিতে আসেন, তাদের তল্লাশি করা হয়। দ্বিতীয় দফায় ফুলের তোড়া বা রিং পরীক্ষা করে দেখা হয়। বাইরে সাদা পোশাকধারী গোয়েন্দা কর্মকর্তারা নিয়োজিত ছিলেন সাধারণের বেশে। পাশাপাশি শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান ভিডিও ধারণ করা হয়। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সারপ্রাইজ চেকিং চলমান থাকবে আজ পর্যন্ত।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকারীদের গমনাগমনের জন্য গত রাত নয়টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংক, জহুর হকার্স মার্কেট, আমতলা, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স, তিনপুল ও বৌদ্ধমন্দির এলাকা হয়ে শহীদ মিনার এলাকার দিকে (ভিভিআইপি গাড়ি ব্যতীত) সকল ধরনের যানবাহন প্রবেশ বন্ধ রাখা হয়। এছাড়া শহীদ মিনারে আগত সকল শ্রদ্ধা নিবেদনকারী সিনেমা প্যালেস হয়ে পায়ে হেটে শহীদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে সকলে পায়ে হেঁটে শহীদ মিনার হয়ে রাইফেল ক্লাবের সামনে দিয়ে বের হওয়ার ব্যবস্থা রাখা হয়।