আওয়ামী লীগের বিপক্ষে হয়তো বলতে পারে, প্রার্থীর বিপক্ষে বলার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের বিপক্ষে হয়তো বলতে পারে, প্রার্থীর বিপক্ষে বলার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী অত্যন্ত সজ্জন, নির্ভেজাল মানুষ । আওয়ামী লীগের বিপক্ষে হয়তো বলতে পারে, কিন্তু আমাদের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে কিছু বলার সুযোগ নেই।

রোববার (৮ মার্চ) বিকেলে নগরের কেসিদে রোডস্থ আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রার্থী- তিনি এমন একজন প্রার্থী (রেজাউল করিম চৌধুরী) যার বিরুদ্ধে একটি কথা বলার সুযোগ নেই। তিনি একজন নির্ভেজাল মানুষ, নিরহঙ্কার মানুষ, সাধারণ মানুষ। তার বিপক্ষে বলার কোনো কিছু নেই। হয়তো আওয়ামী লীগের বিপক্ষে বলতে পারে, কিন্তু প্রার্থীর বিপক্ষে বলার কোনো কিছু নেই। কাজেই তার পক্ষে ভোট চাওয়া আমাদের জন্য, আমাদের কর্মীদের জন্য সহজ।

কিন্তু দুঃখ হয়, আমাদের প্রার্থীর পক্ষে আমরা ভোট চাইতে পারবো না এমপি হওয়ার অপরাধে, মন্ত্রী হওয়ার অপরাধে। বিশ্বের কোথাও এই নিয়ম নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের প্রতি এটি একটি বৈষম্য, অবিচার। বাস্তবতার নিরিখে বিশ্বপেক্ষাপটে নির্বাচন কমিশন এই বিধানের পরিবর্তন করবে বলেও আশাবাদ হাছান মাহমুদের।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারররফ হোসেন এমপি। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আহমেদ হোসেন, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, উত্তর জেলা সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ বক্তব্য রাখেন।