৩৯ মরদেহ উদ্ধার যুক্তরাজ্যের এসেক্সে লরি থেকে

৩৯ মরদেহ উদ্ধার যুক্তরাজ্যের এসেক্সে লরি থেকে
৩৯ মরদেহ উদ্ধার যুক্তরাজ্যের এসেক্সে লরি থেকে

৩৯ জনের মরদেহ উদ্ধার করেছে যুক্তরাজ্যের এসেক্সে একটি লরি থেকে দেশটির পুলিশ। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরিটির চালককে গ্রেফতার করেছে এসেক্স পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিস জনসন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। বিবিসি।
বিবিসি জানিয়েছে, এসেক্সে পুলিশকে ওয়াটারগ্রেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাত আনুমানিক ২টার দিকে ডেকে আনা হয়। পরে বুধবার সকালে পুলিশ একটি লরি থেকে ৩৯ জনের মরদেহ খুঁজে পায়। এসেক্স পুলিশ জানিয়েছে, লরিটি বুলগেরিয়া থেকে যাত্রা শুরু করে হেলহেড হয়ে শনিবার ইংল্যান্ডে প্রবেশ করে। উদ্ধারকৃত মরদেহগুলোর ৩৯ জনের মধ্যে ৩৮ জন পূর্ণবয়স্ক এবং অপর এক জন কিশোর।
এসেক্স পুলিশের প্রধান তত্ত্ববধায়ক অ্যান্ড্রো ম্যারিনাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরির চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তা ছাড়া মরদেহগুলো শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে ম্যারিনাল নিশ্চিত করেছেন।
এদিকে ব্রিটিশ প্রধানন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনা তাকে হতবাক করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তার অফিস এসেক্স পুলিশের সঙ্গে কাজ করছে। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে থুরক কাউন্সিলের এমপি জেকি ডয়েল প্রাইস এক টুইট বার্তায় বলেন, ‘মানব পাচার একটি জঘন্য ও বিপজ্জনক ব্যবসা। আশাকরি এসেক্স পুলিশ হত্যাকারীদের বিচারের আওতায় আনবে’। উল্লেখ্য, ২০০০ সালের জুনে ডোভারে এমন একটি ঘটনা ঘটেছিল। তখন একটি লরি থেকে ৫৮ জন চীনা অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।