১ লাখ ৩৮ হাজার একর বনভূমি দখলে, দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জরুরী 

১ লাখ ৩৮ হাজার একর বনভূমি দখলে, দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জরুরী 
১ লাখ ৩৮ হাজার একর বনভূমি দখলে, দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জরুরী 

পোস্টকার্ড ডেস্ক ।।

দেশের প্রায় এক লাখ ৩৮ হাজার একর সংরক্ষিত বনভূমির জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে ৮৮ হাজার ২১৫ জন দখলদার ও ভূমিদস্যু। বনভূমি দখল করে পর্যটন কেন্দ্র, হোটেল, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাগানবাড়ি তৈরি করা হচ্ছে। দখল হওয়া বনভূমি উদ্ধারে আগামী সপ্তাহে উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে বন বিভাগ। এ নিয়ে গত মঙ্গলবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আমরা আশা করব, উচ্ছেদ অভিযান যথাসময়ে শুরু হবে। এর আগেও বনভূমি উদ্ধারে অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে পুনর্দখলও হতে দেখা গেছে। বন উদ্ধারের অভিযান আইওয়াশে পরিণত হয়েছে। বনভূমি পুনর্দখল যাতে না হয় সেজন্য অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জোরদার মনিটরিং করতে হবে।

বনভূমি দখলের সঙ্গে মূলত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকেন। ক্ষমতার অপব্যবহার করে তারা একের পর এক বনভূমি দখল করছে। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বনভূমি দখল করার ফলে ধীরে ধীরে বন সংকুচিত হয়ে আসছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি দেশের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে আমাদের দেশে রয়েছে ৭ থেকে ৮ শতাংশ। দখলদারদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নেয়ার ফলে কার্যকরভাবে দখল পুনর্দখল বন্ধ হচ্ছে না।

শুধু অভিযান পরিচালনা করলেই হবে না। সেই সঙ্গে বনখেকোদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে। আমরা চাই, অবৈধ দখলে থাকা বনভূমি স্থায়ীভাবে দখলমুক্ত করা হোক।- সংবাদ