১৬ নভেম্বর দীর্ঘ ৮ বছর পর সীতাকুণ্ড আওয়ামী লীগের সম্মেলন

মোহাম্মদ আলাউদ্দীন ।।

১৬ নভেম্বর দীর্ঘ ৮ বছর পর সীতাকুণ্ড আওয়ামী লীগের সম্মেলন

সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ আটবছর পর আগামী ১৬ নভেম্বর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সম্মেলনের মাধ্যমে আসবে দল পরিচালনার নতুন নেতৃত্ব।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আলম চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড্‌ভোকেট ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় ১৩ নভেম্বরের মধ্যে উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, উপ-দপ্তর সম্পাদক আলাউদ্দিন সাবেরী,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, সীতাকুণ্ড উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়াসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, এ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের কমিটিতে আসবেন ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব। সীতাকুণ্ড উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা ঝিমিয়ে পড়েছে এমন অভিযোগ সাধারণ নেতাদের। যার ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ইউনিয়ন কমিটির কোন সদস্যই কার্যক্রমে সক্রিয় নেই। এ ছাড়া ওয়ার্ড কমিটির কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে।

কেন্দ্রীয় আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ সকল ইউনিটের সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দিলেও স্থানীয় পর্যায়ে সম্মেলন করার কোন পরিবেশ দেখা যায়নি। গঠনতন্ত্র অনুসারে তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে সংগঠনের কার্যক্রম।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন করার পর আগামী ১৬ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়।