সিলেটে হাসপাতালের সামনে থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট ।।

সিলেটে  হাসপাতালের সামনে থেকে নবজাতক উদ্ধার
সিলেটে হাসপাতাল ফটকের সামনে থেকে নবজাতক উদ্ধার
গত মঙ্গলবার, সকাল সাড়ে ১০টা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ে যাওয়ার পথে প্রথম তলার জেনারেটর কক্ষের সামনের ফ্লোরে অভিবাবকহীন ৭-৮ দিনের এক নবজাতক (ছেলে) অবিরাম কান্নাকাটি করছিল। কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পরে এসএমপি’র কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রীতা বেগম, সিলেট ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই ওমর ফারুকের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। সেখান থেকে নেয়া হয় কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে।  সেখানে কর্মরত পুলিশ সদস্যরা নবজাতকের পরিচর্যা করেন।

এদিকে উদ্ধারকৃত নবজাতকের মা-বাবা বা দাবীদার না থাকায় কর্তব্যরত নারী পুলিশ সদস্যদের মাধ্যমে যথাযথ সতর্কতার সঙ্গে তাকে আদালতের মাধ্যমে ছোটমনি নিবাস বাগবাড়ি, সিলেট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।