সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সীতাকুণ্ডে ৮ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সীতাকুণ্ডে ৮ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

এম কে মনির ।।

“সোনার বাংলায় মুজিব বর্ষে,সমাজকল্যাণ এগিয়ে চলে” এ স্লোগানকে সামনে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সীতাকুণ্ডে সরকারের ৮ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম,পৌর প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান,কাউন্সিলর সফিউল আলম মুরাদ,শামসুল আলম আজাদসহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় পল্লী মাতৃকেন্দ্রের ক্ষুদ্রঋন বিতরণ ও ক্যান্সার, কিডনী,লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের এককালীন আর্থিক সহায়তা করা হয়।এতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দরিদ্র মানুষকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা নগদ ও চেকে বিতরণ করা হয়।