সবুজের জমিনে রক্ত স্বাধীনতা - শুক্কুর চৌধুরী

সবুজের জমিনে রক্ত স্বাধীনতা - শুক্কুর চৌধুরী

শুক্কুর চৌধুরী ।।

সবুজের জমিনে রক্তিম সূর্যোদয়
সবুজ প্রান্তরে অজস্র ত‍্যাগের অধ‍্যায়
নদীর জলে প্রবাহিত রক্তের ধারায়
আপামর জনগোষ্ঠীর সুতীব্র আকাঙ্খায়!

দুঃখিনী বাংলা শতাব্দী কেঁদেছে মুক্তির আকাঙ্খায়,
অবশেষে এলেন এক সূর্য সন্তান ঈশ্বরের অনুকম্পায়
অনন্য অসাধারণ নেতৃত্বে বজ্রকঠিন বাগ্মিতায়
ভাঙালেন ঘুম জাগালেন স্বাধীনতার মন্ত্র দীক্ষায়!

কিংবদন্তী ব‍্যক্তিত্বের সঠিক দিকনির্দেশনায়
ত্রিশলক্ষ প্রাণ এবং দু'লক্ষ সম্ভ্রমের বিনিময়
নয়মাসের প্রতিরোধ জনযুদ্ধ ত‍্যাগ তিতিক্ষায়
সবুজের জমিনে রক্ত স্বাধীনতা মানচিত্রের পতাকায়!

কৃষক শ্রমিক মজদুর মেহনতী মানুষের সজল প্রার্থনায়
স্বপ্ন ছিল স্বদেশ হবে শোষণ বঞ্চনাহীন সাম‍্যতায়
অবশেষে পেলাম স্বাধীনতা স্বপ্নেরা গিয়েছে হারায়
সংখ‍্যা লঘিষ্টের দাপটে সংখ‍্যাগরিষ্ঠরা কেঁদে মরে হায়!

আজকের তারুণ্য জানতে চায় না সেই অধ‍্যায়
ভুলে গেছে পূর্ব প্রজন্মের ইতিহাস গৌরবময় 
দিবসের উদযাপনে অনুভূতিহীন মুখস্ত কথা আওড়ায়
ইতিহাস দর্শন জানেনা ধারণ করে না বলে অবহেলায়!

হীন রাজনীতির খোলসে আদর্শের চর্চা গিয়েছে হারায়
জ্ঞানমনষ্ক চিন্তায় দেশের জন‍্য নিবেদিতপ্রাণরা কোথায়
যারা দিয়ে গেছে প্রাণ, সম্ভ্রম, অঙ্গ, সম্পদ নির্দ্বিধায় 
তাদের জন‍্য শ্রদ্ধা স্পর্শকাতর আবেগ অনুভব কোথায়!

সাতচল্লিশে বিভাজিত দেশভাগ দ্বিজাতি অভিপ্রায়
বায়ান্ন'র ভাষার দাবিতে জীবন দানের চেতনায়
শুরু হল স্বাধিকারের দাবী পৃথক শাসনের ভাবনায়
বাষট্টি সাতষট্টি উনসত্তর সত্তরে জনতার উন্মাদনায়!

ছয়দফার গণজাগ‍রণ টেকনাফ থেকে তেতুলিয়ায়
সত্তরের নির্বাচন রায় হল নিরঙ্কুশ সংখ‍্যাগরিষ্ঠতায়
গণতান্ত্রিক রীতিকে অবজ্ঞা করে মানলো না গণরায়
সেই থেকেই একদফা স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনায়!

যা আছে তাই নিয়ে লড়াতে হবে সাতই মার্চ নির্দেশনায়
অতঃপর কাটছে প্রতিটা দিন উত্তাল উত্তেজনায় 
এলো ছাব্বিশে মার্চ কাল রাত্তিরে স্বাধীনতার ঘোষণায়
শুরু হল নির্যাতন নিপীড়ন হত‍্যা ধর্ষণ বিভিষিকাময়!

সেইসব দিনের কাহিনী যে সাধ‍্যাতীত বর্ণনায়
অতঃপর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী জনযুদ্ধের মহিমায়
পেলাম মুক্ত নিঃশ্বাস সাতকোটি প্রাণের আনন্দ বিজয়
স্বাধীনতা উড়ছে লাল সবুজে মানচিত্র খচিত পতাকায়!

#পুনশ্চঃ 
দুঃখ লাগে কষ্ট হয় প্রজন্ম ইতিহাস জানতে নাহি চায়
স্বাধীনতা আজ কেবলই উপলক্ষে শ্লোগানের মুখরতায়
আজ জনকের ছবির আশ্রয় পোষ্টার ব‍্যানারের কোনায়
জ্ঞান বিমুখ এই অবমৃশ‍্যকারীতার শেষ কোথায় 
একদা ইতিহাস জানতেই হবে ইতিহাসের অনিবার্যতায়!

#লেখাঃ শুক্কুর চৌধুরী *
#রচনাঃ ১২ই ডিসেম্বর-২০২০খ্রীঃ, চট্টগ্রাম।