সীতাকুণ্ডে জেএসসি পরীক্ষার্থীদের সফলতায় দোয়া অনুষ্ঠানের আয়োজন

সীতাকুণ্ডে জেএসসি পরীক্ষার্থীদের সফলতায় দোয়া অনুষ্ঠানের আয়োজন

সীতাকুণ্ড পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজন করেছে এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতায় দোয়া ও বিদায় অনুষ্ঠান।

বুধবার সকাল ১১টায় পৌরসদরস্থ গোডাউন রোড ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম নিজামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাবু বাবুল চন্দ্র নাথ। তিনি বলেন তোমরা তোমাদের মেধা দিয়েই আগামী বিশ্বকে জয় করবা। নিজেকে কখনও ছোট না ভেবে সফলতায় এগিয়ে যেতে হবে। ভয়ভীতিকে পেছনে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি। তিনি তার বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তিকে সঠিক কাজে লাগিয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান পৃথিবীতে জ্ঞানই একমাত্র প্রধান সম্পদ। আর এ সম্পদ অর্জন করার এখনই উপযুক্ত সময় তোমাদের। স্কুলের সিনিয়র শিক্ষক কাজি মহিউদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ নিজাম উদ্দিন, ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সামছুল আলম,শিক্ষক মোঃ রুবেল, জয়নাল আবেদীন,ফারজানা আক্তার চৌধুরী,বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে মোঃ আরফানুজ্জামান। অনুষ্ঠানে স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহন শিক্ষার্থীদের সফলতা কামনা দোয়া পরিচালনা করেন স্কুলের শিক্ষক মাওলানা জাহেদুল ইসলাম ফারুখী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিরা।