সৈয়দপুরে হ্যান্ডিক্যাপের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার মিল্টন রায়

সৈয়দপুরে হ্যান্ডিক্যাপের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার মিল্টন রায়

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার মিল্টন রায় উপজেলার আওতাধীন ১ নং সৈয়দপুর ইউনিয়নে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল (হিউম্যানিটি এন্ড ইনক্লুশন) এর বাস্তবায়িত প্রকল্প ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ গ্রাজুয়েশন আউট অব প্রোফাটি প্রকল্পের তৃনমুল পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, ভ্যাটেরিনারী সার্জন ডা. শাহ জালাল মো. ইউনুস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, ১নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ.এম. তাজুল ইসলাম নিজামী, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সীতাকুণ্ড সাইটের বেইজ ম্যানেজার আব্দুল গফুর, রেডিও সাগরগিরীর প্রযোজক সঞ্জয় চৌধুরী।

পরির্দশনকালে ইউনিয়নের আওতাধীন সৈয়দপুরের জলদাসপাড়ায় বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যক্রম পরিদর্শন করেন যার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি রনজিত জলদাস এর মুদি দোকান, প্রদীপ জলদাস এর মুদি দোকান পরিদর্শন করেন।

প্রকল্প থেকে ঐ সকল নির্বাচিত দরিদ্র প্রতিবন্ধী পরিবারকে ব্যবসা পরিচালনার জন্য ত্রিশ হাজার টাকার মালামাল উনত্রিশ হাজার টাকার মুল্যের ফ্রিজ প্রদান করা হয়েছে। পাশাপাশি জলদাস পাড়ায় বিশুদ্ধ পানীয় জলের বিষয়টি নিশ্চিতকরণের জন্য হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বর্তমান প্রকল্প থেকে টিউবওয়েল উঁচুকরণ ও সকলের জন্য প্রবেশগম্য উপযোগী প্লাটফর্ম তৈরি করে দেওযা হয়েছে।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এই প্রকল্পে আওতায় সৈয়দপুর, বারৈয়াঢালা ও মুরাদপুর ইউনিয়নের ১৫০ টি হত দরিদ্র পরিবারের মধ্যে দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে তাদের আয়বর্ধনমুলক বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করেছেন এবং প্রকল্প থেকে সরাসরি সহায়তা প্রদান করা হয়েছে।

যার মধ্যে উল্লেখযোগ্য মুদি ব্যবসা, গরু/ছাগল পালন, চায়ের দোকান, জমি লীজের ব্যবস্থা,সেলুন ব্যবসা, মাছ ব্যবসা, রিক্সা/ভ্যান গাড়ি, বাঁশ বেতের কাজ, জুতার দোকান, ফলমুলের ব্যবসা, শাকসবজি ব্যবসা, কামারের দোকান, হাঁসমুরগী পালন, সেলাই মেশিন ও কাপড়ের ব্যবসা, মাছ ধরার জাল ইত্যাদি।

সীতাকুণ্ড ইউএনও মিল্টন রায়

প্রকল্পের মুল লক্ষ্য উল্লেখিত প্রতিবন্ধী ব্যক্তি তথা পরিবারগুলোকে অতি দরিদ্র অবস্থা থেকে উত্তরণ ঘটানো। সে লক্ষ্যেই হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে। এ ছাড়াও প্রকল্পভুক্ত পরিবারগুলোকে বিভিন্ন ধরনের কারিগরী দক্ষতা মুলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং অন্যান্য দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ যেমন: হুইল চেয়ার, ট্রাই সাইকেল, ক্রাচ, সাদাছড়ি, স্পেশাল সীট, লো ট্রলি, ওয়াকিং ফ্রেম, ওয়াকিং স্টিক, কৃত্রিম হাত পা লাগানো, কানে শোনা যন্ত্র, চশমা ইত্যাদি। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলি তাদের চলাচল উপযোগী/প্রবেশগম্যতা নিশ্চিতকরন করেছে।